ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পাঁচ বছর ধরে অচল রাজশাহীর স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল

প্রকাশিত: ০৬:৩০, ১৫ অক্টোবর ২০১৬

পাঁচ বছর ধরে অচল রাজশাহীর স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল

পাঁচ বছরেরও বেশি সময় ধরে রাজশাহী মহানগরীতে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থাটি অচল রয়েছে। এতে নষ্ট হয়ে গেছে সিটি কর্পোরেশনের লাখ লাখ টাকার সিগন্যাল বাতি। নানামুখী সমস্যায় পড়তে হচ্ছে গাড়ি চালকদেরও। মেট্রোপলিটন পুলিশ বলছে, স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু হলে ট্রাফিক নিয়ন্ত্রণ অনেক সহজ হবে। অবশ্য মেয়র বলছেন, অর্থ সঙ্কট থাকলেও সিগন্যাল বাতিগুলো সংস্কারের পরিকল্পনা রয়েছে। সময়ের পরিবর্তনে রাজশাহী শহরে মানুষের পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে যানবাহনের সংখ্যা। এই যানচলাচল নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন ১৯৯৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত ৩ দফায় নগরীর ২৩টি পয়েন্টে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল বাতি স্থাপন করে। সিটি কর্পোরেশনের যন্ত্র ও বিদ্যুত বিভাগ জানায়, ২০১০ সাল থেকে বিকল হয়ে পড়ে সিগন্যাল বাতিগুলো। এতে হাতের ইশারায় যানবাহন নিয়ন্ত্রণ করতে গিয়ে হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশ। নানা সমস্যায় পড়তে হচ্ছে চালক ও পথচারীকে। বাড়ছে দুর্ঘটনাও। পাঁচ বছরে রক্ষণাবেক্ষণের অভাব ও নানা দুর্ঘটনায় পড়ে সিগন্যাল বাতিগুলো বিকল হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলছেন, বাতিগুলো সচল হলে ট্রাফিক নিয়ন্ত্রণ সহজ হবে। অবশ্য রাজশাহী সিটি কর্পোরেশন ভারপ্রাপ্ত মেয়র নিযাম উল আযিম বলছেন, সিগনাল বাতিগুলো পুনঃস্থাপন ও সংস্কারের পরিকল্পনা রয়েছে কর্পোরেশনের। তবে অর্থের অভাবে সম্ভব হচ্ছে না। স্টাফ রিপোর্টার
×