ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বার বার উচ্ছেদের পরও দখল ঢাকা মেডিক্যাল কলেজের সামনের সড়ক

প্রকাশিত: ০৬:২৯, ১৫ অক্টোবর ২০১৬

বার বার উচ্ছেদের পরও দখল  ঢাকা মেডিক্যাল কলেজের সামনের সড়ক

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনের অবৈধ স্থাপনা বার বার উচ্ছেদ করা হলেও ঘণ্টা কয়েক পর পুনরায় তা হয়ে যায় আগের মতো। মেয়র জানালেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে একটি চক্র হাতিয়ে নিচ্ছে অর্থ। আর হাসপাতালের পরিচালক বলছেন, ঘাটতি রয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর নিয়মিত নজরদারির। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের সামনে গেলে দেখা যাবে, দখল হয়ে গেছে রাস্তার দু’পাশ। রাখা হয়েছে অসংখ্য বেসরকারী এ্যাম্বুলেন্স, সিএনজি আর রিকশা তো রয়েছেই। তবে উদ্বেগজনক হলো খাবার হোটেল, কাপড়ের দোকানসহ শতাধিক দোকান দখল করে রেখেছে হাসপাতালের সামনের সড়ক ও ফুটপাথ। এমনকি ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক আমতলা এখন অবৈধ দখলদারের খপ্পরে। একাধিকবার উচ্ছেদের পরও কোন্ শক্তিতে পুনঃরায় জায়গা দখল হয়। প্রশ্ন ছিল হাসপাতালের পরিচালকের কাছে। ডিএমসির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান একটি টিভি চ্যানেলকে বলেন, ‘বার বার উচ্ছেদ করার পরও তারা আবার বসে। পুলিঈ পদক্ষেপ ছাড়া তাদের নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।’ কিছু রাজনৈতিক কর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর যোগসাজশে এ স্থাপনাগুলো সরানো সম্ভব হচ্ছে না বলে, নিজেদের সীমাবদ্ধতার কথা বললেন দক্ষিণ সিটি মেয়র সাঈদ খোকন। ঢাকাসহ সারা দেশের মানুষের চিকিৎসার আশ্রয়স্থল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল। বিশেষজ্ঞরা বলছেন, সিটি কর্পোরেশন ও হাসপাতাল কর্তৃপক্ষের নিয়মিত নজরদারির অভাব ও আইন প্রয়োগকারী সংস্থার তদারকির ঘাটতির কারণে সরানো যাচ্ছে না অবৈধ স্থাপনা।
×