ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাকা ও আশপাশে চরম গ্যাস সঙ্কট

প্রকাশিত: ০৬:২৯, ১৫ অক্টোবর ২০১৬

ঢাকা ও আশপাশে চরম গ্যাস সঙ্কট

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা ও আশপাশের শিল্পাঞ্চল সাভার, আশুলিয়া, গাজীপুর, মানিকগঞ্জ, টঙ্গী ও ধামরাইয়ে গ্যাস সঙ্কট চরম আকার ধারণ করেছে। দিনের বেশিরভাগ সময় গ্যাস না পেয়ে রফতানিমুখী তৈরি পোশাক ও বস্ত্র খাতসহ অধিকাংশ শিল্প কারখানায় উৎপাদন মারাত্মকভাবে বিঘিœত হচ্ছে। বিশেষ করে গ্যাসনির্ভর ওয়াশিং, নিটিং, ডায়িং কারখানা, টেক্সটাইল ও স্পিনিং মিল বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিল্প মালিকরা বলছেন, দ্রুত এ সঙ্কটের নিরসন না হলে তৈরি পোশাকের রফতানি আদেশই শুধু বাতিল হবে না, নানামুখী আর্থিক সঙ্কটে পড়বে প্রতিষ্ঠানগুলো। বেশ কিছুদিন ধরে ঢাকার আশপাশের শিল্পাঞ্চলগুলোতে গ্যাস সঙ্কট চলছে। তবে গত কয়েকদিনে গ্যাসের সরবরাহ সর্বনিম্ন পর্যায়ে নেমে আসায় বেশি সঙ্কটে পড়েছে রফতানিমুখী শিল্প। বিজিএমইএর হিসাবে গাজীপুর, সাভার, আশুলিয়া, ধামরাই ও মানিকগঞ্জসহ শিল্প জোনের ৭ শতাধিক নিটিং, ডায়িং ও ওয়াশিং কারখানার মধ্যে অর্ধেকেরই উৎপাদন প্রায় বন্ধ। একই অবস্থা স্পিনিং মিলগুলোর। এসব শিল্প এলাকার কিছু অংশে গ্যাস পাওয়া গেলেও চাপ কম থাকায় ঠিকমতো মেশিন চলছে না। ফলে ক্রেতাকে সময়মতো কাপড় সরবরাহ করতে না পারায় ডেমারেজ দিতে হচ্ছে। এদিকে কোন নোটিস ছাড়াই সারকারখানা ও বিদ্যুত কেন্দ্রে গ্যাস সরবরাহের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে শিল্প মালিকরা জানান, বিদ্যুতও ঠিকমতো পাওয়া যাচ্ছে না। এ অবস্থা চলতে থাকলে শিল্প প্রতিষ্ঠান বিপর্যয়ের মুখে পড়বে।
×