ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আহত ৬৮

সড়কে সংবাদকর্মীসহ নিহত পাঁচ

প্রকাশিত: ০৬:২৩, ১৫ অক্টোবর ২০১৬

সড়কে সংবাদকর্মীসহ নিহত পাঁচ

জনকণ্ঠ ডেস্ক ॥ খুলনায় সংবাদকর্মী, দিনাজপুরে দুই মাছ ব্যবসায়ী, রাঙ্গামাটিতে পর্যটক ও সাপাহারে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ভটভটিচালক। এছাড়া বিভিন্ন জেলায় যাত্রীবাহী বাস ও ভটভটি উল্টে আহত হয়েছে ৬৮ জন। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর : খুলনা ॥ মহানগরীর দৌলতপুর থানার খুলনা-যশোর মহাসড়কের মানিকতলা এলাকায় শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে সড়ক দুর্ঘটনায় এক সাংবাদিক নিহত হয়েছেন। তার নাম জাহাঙ্গীর আলম (৩৮)। দৌলতপুরের মহেশ্বরপাশা পশ্চিম সেনপাড়ায় তার বাড়ি। তিনি যশোরের দৈনিক নওয়াপাড়া পত্রিকার খুলনার খানজাহান আলী থানা প্রতিনিধি ছিলেন। পুুলিশ ও এলাকাবাসী জানায়, জাহাঙ্গীর শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে খুলনা-যশোর মহাসড়ক দিয়ে মোটরসাইকেলযোগে ফুলবাড়ীগেট এলাকার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মানিকতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা সোহাগ পরিবহনের একটি দ্রুতগামী বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। এ দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়। দিনাজপুর ॥ নবাবগঞ্জ উপজেলার দিনাজপুর-বগুড়া মহাসড়কে পাথরবোঝাই ট্রাক উল্টে দুই মাছ ব্যবসায়ী নিহত হয়েছে। আহত হয়েছে পাঁচজন। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। নিহতেরা হলোÑ কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার কালিয়া গ্রামের আঃ রহমানের ছেলে আব্দুল মান্নান (৩০) এবং একই গ্রামের তাজুল মিয়ার ছেলে শাহজাহান (২৬)। পুলিশ জানায়, কিশোরগঞ্জ থেকে ২০ মাছ ব্যবসায়ী ইলিশ মাছ বিক্রির জন্য ঠাকুরগাঁও জেলায় যায়। মাছ বিক্রি করে বৃহস্পতিবার রাতে আবার ঠাকুরগাঁও থেকে ট্রাকে পাথর নিয়ে টাঙ্গাইলের এলেঙ্গার উদ্দেশে তারা রওনা দেয়। শুক্রবার সকালের দিকে নবাবগঞ্জের মতিহারা-পরানদীঘির কাছে সড়কের পাশের ডোবায় ট্রাকটি উল্টে যায়। এতে পাথরচাপায় ঘটনাস্থলেই নিহত হয় মান্নান ও শাহজাহান। দুর্ঘটনার পর থেকে ট্রাকের চালক ও সহকারী পলাতক রয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে কয়েকজন জানায়, ট্রাকচালক ঘুমিয়ে পড়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। নওগাঁ ॥ বৃহস্পতিবার রাত ৮টার দিকে সাপাহারে সড়ক দুর্ঘটনায় ভটভটিচালক সেলিম (২৮) নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও তিনজন। উপজেলার নিশ্চিন্তপুর মোড়ে দুর্ঘটনাটি ঘটে। আহতদের সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তাদের অবস্থার অবনতি হওয়ায় রাতেই রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কলাপাড়া ॥ টিয়াখালী সেতুসংলগ্ন সড়কে যাত্রীবাহী অটোবাইক উল্টে পাঁচ নারী ও শিশুসহ সাতজন গুরুতর জখম হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে। আহতরা হলোÑ হাফেজা, সেলিনা, খুকি, চামেলি, নাসরিন ইমতিয়াজ ও চালক আল-আমিন। এর মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাদারীপুর ॥ রাজৈরে পথচারীর প্রাণ বাঁচাতে গিয়ে যাত্রীবাহী বাস উল্টে ৪০ যাত্রী আহত হয়েছে। আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর। এ সময় মহাসড়কের উভয় পাশে কয়েক শ’ যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়। জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার মোল্লাকান্দি নামক স্থানে বরিশাল থেকে মাওয়াগামী সাব্বির পরিবহনের যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-০২-০০৫৪) পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। রাঙ্গামাটি ॥ দুর্গম সাজেকে পর্যটকবাহী জীপগাড়ি উল্টে খাদে পড়ে এক পর্যটক নিহত ও ১৩ জন আহত হয়েছে। নিহত পর্যটকের নাম টিটু মিয়া। শুক্রবার বিকেলে সাজেক থেকে পর্যটকবাহী জীপ (চাঁদের গাড়ি) দাড়িপাড়ায় রাস্তার পাশে খাদে উল্টে গাড়িচাপা পড়ে টিটু অকুস্থলে নিহত হয়েছে। আহত ১৩ জনকে অপর এক গাড়ির যাত্রীরা উদ্ধার করে স্থানীয় সেনা ক্যাম্পে নিয়ে চিকিৎসা প্রদান করে।
×