ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইলিশ শিকারে নিষেধাজ্ঞা ভোলায় ১০ জেলে আটক

প্রকাশিত: ০৬:২৩, ১৫ অক্টোবর ২০১৬

ইলিশ শিকারে নিষেধাজ্ঞা ভোলায় ১০ জেলে আটক

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১৪ অক্টোবর ॥ নিষেধাজ্ঞা অমান্য করে ভোলা ও চরফ্যাশনসহ দুই উপজেলার মেঘনায় মাছ ধরার অপরাধে অভিযানের তৃতীয় দিনে ১০ জেলেকে আটক করেছে কোস্টগার্ড ও মৎস্য বিভাগ। শুক্রবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত সদর উপজেলার ইলিশা থেকে ভোলার খাল পর্যন্ত এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়। এ সময় ৬ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। ভোলা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান জানান, কোস্টগার্ড ও মৎস্য বিভাগের একটি টিম শুক্রবার সকালে ভোলা সদরের ইলিশা থেকে ভোলার খাল পর্যন্ত এলকার মেঘনা নদীতে অভিযান চালায়। এ সময় অবৈধভাবে মাছ ধরার অপরাধে ৮ জেলেকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৪ জেলেকে এক বছর করে ও ৩ জনকে ১৮ দিন করে কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দ-প্রাপ্তরা হলেনÑ সুমন, শরিফ, রুবেল, ইউনুছ, মোঃ কামাল, মিলন ও আবু। মাগুরায় জাল জব্দ নিজস্ব সংবাদদাতা মাগুরা থেকে জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে মধুমতি নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরায় দুই হাজার মিটার জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তবে কোন জেলেকে আটক করা যায়নি। এ জালের মূল্য ২ লাখ টাকা।
×