ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অগ্নিদগ্ধে ৫ জনের মৃত্যুতে স্মরণসভা

প্রকাশিত: ০৬:২২, ১৫ অক্টোবর ২০১৬

অগ্নিদগ্ধে ৫ জনের  মৃত্যুতে স্মরণসভা

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৪ অক্টোবর ॥ পীরগঞ্জে ঘরের ভেতর অগ্নিদগ্ধ হয়ে পুলিশসহ একই পরিবারের ৫ জনের মৃত্যুর ঘটনায় শুক্রবার শোক র‌্যালি ও স্মরণসভা করেছেন এলাকাবাসী। শুক্রবার বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁওয়ের ভোমরাদহ ইউনিয়ন পরিষদ ও বারোয়ারী ধাম মন্দির কমিটির আয়োজনে জনগাঁও বাজার থেকে শোক র‌্যালিটি বের করা হয়। র‌্যালিটি ইউনিয়নের বিভিন্ন সড়ক ঘুরে নিহতদের বাড়ির সামনে গিয়ে স্মরণ সভায় মিলিত হয়। সভায় বক্তব্য দেন, পীরগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রফুল কুমার রায়, হিন্দু-বৌদ্ধ-খিস্টান ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক গোপী কৃষ্ণ রায় ও ইউপি চেয়ারম্যন হিটলার হক। এতে বিভিন্ন শ্রেণী পেশা ও সব বয়সের নারী-পুরুষ অংশ নেন। স্মরণ সভায় অধিকাংশ অংশগ্রহণকারী একই পরিবারের ৫ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা বর্ণনা করতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। উল্লেখ্য, পীরগঞ্জ উপজেলার জনগাঁও গ্রামে মঙ্গলবার ভোরে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এক অগ্নিকা-ে দগ্ধ হয়ে ওই গ্রামের বাসিন্দা ট্রাফিক পুলিশ কনস্টেবল খরেশ চন্দ্র, খরেশের স্ত্রী কেয়া, শ্যালিকা স্বর্ণা রানী, ছেলে নিলয় ও মেয়ে নাইস রানীর মৃত্যু হয়।
×