ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:২১, ১৫ অক্টোবর ২০১৬

টুকরো খবর

খুলনার প্রাইভেট হাসপাতাল-ক্লিনিকে ধর্মঘট স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনার প্রাইভেট হাসপাতাল-ক্লিনিক ও ব্যক্তিগত চেম্বার বন্ধ রেখে ধর্মঘট পালন করছেন চিকিৎসকরা। শুক্রবার সকাল ৮টায় শুরু হওয়া ৪৮ ঘণ্টার এ ধর্মঘট চলবে রবিবার সকাল ৮টা পর্যন্ত। মহানগরীর গাজী মেডিকেল কলেজ হাসপাতালসহ বেসরকারী ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এবং ওষুধের দোকানে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার প্রেক্ষিতে এই ধর্মঘট পালন করা হচ্ছে। বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনা, বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল প্র্যাকটিশনার্স এ্যাসোসিয়েশন (বিপিএমপিএ) এবং বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স এ্যাসোসিয়েশনের (বিপিসিডিওএ) খুলনার ব্যানারে এ ধর্মঘট পালিত হচ্ছে। এদিকে নানা অনিয়ম, রোগীদের জিম্মি করে অর্থ আদায়সহ বিভিন্ন অভিযোগে পরিচালিত র‌্যাবের অভিযানকে খুলনার বিভিন্ন স্তরের মানুষ সাধুবাদ জানালেও ফুঁসে উঠেছেন চিকিৎসা ব্যবস্থার সঙ্গে বিশেষ করে প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসকরা। তাদের অভিযোগ, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নামে হয়রানি এবং ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে। ধর্মঘট আহ্বানকারী সংগঠনের একাধিক নেতা বলেন, ‘তারা র‌্যাবের অভিযানের বিরুদ্ধে নয়। কিন্তু অভিযানের নামে অযৌক্তিক হয়রানি ও দণ্ড তাদের প্রশ্নবিদ্ধ করেছে। তা ছাড়া সিভিল সার্জনের অনুমতি ছাড়া এ ধরনের অভিযানের নিয়ম নেই’। তারা অভিযোগ করেন ‘বেসরকারী হাসপাতাল ও ক্লিনিকে অনিয়ম পেলে অভিযান চলানো হবে। দায়িত্ব পালনকালে দুই নারী আনসার ধর্ষিত স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বীরগঞ্জ উপজেলায় দায়িত্বে নিয়োজিত থাকাকালে আনসার ভিডিপির দুই নারী সদস্যকে ধর্ষণ করেছে এক পুরুষ আনসার সদস্য। এ ব্যাপারে ধর্ষিত দুই নারী আনসার সদস্য বাদী হয়ে বৃহস্পতিবার রাতে বীরগঞ্জ থানায় মামলা করেছেন। দায়েরকৃত মামলায় বলা হয়, উপজেলার সাতোর ইউনিয়নের বটতলী বাজারে শারদীয় দুর্গাম-পে আনসার ভিডিপির দায়িত্ব পালনকালে তারা ধর্ষিত হয়। ১১ অক্টোবর রাত সাড়ে ৩টার দিকে অপর পুরুষ আনসার ভিডিপি সদস্য আরাজী চৌপুকুরিয়া গ্রামের মৃত উপেন্দ্র নাথ রায়ের পুত্র তাপস চন্দ্র রায় তাদের দুজনকে একের পর এক ধর্ষণ করে। চালকের অবহেলায় রেলইঞ্জিন লাইনচ্যুত স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন দিনাজপুর রেলগেটে শুক্রবার সকালে ইঞ্জিন চালক সিগন্যাল অমান্য করে ইঞ্জিন চালাতে গিয়ে ইঞ্জিনটি স্টেশনের প্রবেশ পথে ১২টি চাকাসহ লাইনচ্যুত হয়। এতে অল্পের জন্য রক্ষা পায় কোটি টাকার সম্পদ। শুক্রবার সকালে পার্বতীপুর রেলস্টেশন সংলগ্ন পার্বতীপুর-দিনাজপুর- সৈয়দপুর, রংপুর রেলগেটের কাছে চালকের অসাবধানতার কারণে এক লাইন থেকে অন্য লাইনে প্রবেশ করলে এ দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে রেলওয়ে উর্র্ধতন কর্মকর্তা পরিদর্শন করেন। দুপুর ১২টায় লোকোশেড থেকে রিলিফ ট্রেন এসে ইঞ্জিনটি উদ্ধারের চেষ্টা করে। দুপুর পৌনে ৩টা পর্যন্ত ইঞ্জিনটি উদ্ধার করা যায়নি। পার্বতীপুরের লোকোশেডের ইনচার্জ আব্দুল মতিন জানান, সকালে খুলনাগামী মেইল ট্রেনটির পিছনের ইঞ্জিনটি ডেড ইঞ্জিন হিসেবে লাগানোর কথা থাকলেও, চালক সংকেত না বোঝার ফলে লাইনচ্যুতির ঘটনাটি ঘটে। ইঞ্জিনের চালক আশরাফ আলী সরকার টিকেট নং-১২৬৭ ও সহকারী চালক সানাউল রহমান ১৫১৬ দুজনই এ ব্যাপারে কিছু বলতে রাজি হননি। হামলার প্রতিবাদে মানববন্ধন স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সিরাজদিখানে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। সিরাজদিখান উপজেলায় সাংবাদিক নির্যাতনকারী মাদক বিক্রেতাদের বিরুদ্ধে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও মিডিয়া কর্মীরা অংশ নেয়। শুক্রবার বেলা ১১টায় উপজেলার সিরাজদিখান নিমতলা বাগানবাড়ি পয়েন্টে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এ সময় বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়নের জনপ্রতিনিধি, শ্রেণী-পেশার লোকজন মানববন্ধন কর্মসূচীতে অংশ নিয়ে একাত্মতা প্রকাশ করে। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন বাসাইল ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম টিটু, রশুনিয়া ইউনিয়ন সংরক্ষিত মহিলা সদস্য নয়নতাড়া বেগম, সাংবাদিক মোস্তফা, সুব্রত দাস রনক, ঢাকা কলেজ ছাত্রলীগ নেতা জে এফ রোহান প্রমুখ। নারায়ণগঞ্জে স্টিল মিলে ৪ শ্রমিক দগ্ধ নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ১৪ অক্টোবর ॥ ফতুল্লার আলীগঞ্জে নিউ ঢাকা মোল্ডিং লিমিটেড নামের এক স্টিল মিলের চার শ্রমিক শুক্রবার সকালে দগ্ধ হয়েছে। দগ্ধরা হলো- আবদুল খালেক (৬৫), ফজলুল হক (৫৫), নয়ন (২৫) ও মনির হোসেন (৪৫)। তাদের মধ্যে ফজলুল হককে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে। পুলিশ ও ওই মিলে কর্মরত শ্রমিকরা জানায়, সকালে লোহা গলানোর কাজ করার সময় আগুনের ফুলকি নির্গত হয়ে আব্দুল খালেক, ফজলুল হক, নয়ন ও মনির হোসেন নামে চার শ্রমিক দগ্ধ হয়। ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন জানান, ফজলুল হকের শরীর ৩২ শতাংশ দগ্ধ হয়েছে। বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে। বেড়ায় কটনমিলে অগ্নিকাণ্ড সংবাদদাতা, বেড়া, পাবনা, ১৪ অক্টোবর ॥ বেড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি কটন মিলের বিপুল তুলাসহ পাঁচ লক্ষাধিক টাকার কাঁচা মাল পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার ভোরে উপজেলার আমিনপুর থানার আহাম্মদপুরে মেসার্স সততা ট্রেডার্স এ্যান্ড কটন প্রসেসিং ইন্ডাস্ট্রিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন সকাল ৯টার দিকে নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মিল মালিক আকতারুজ্জামান লিটন জানান, ইতোপূর্বে ২০১৪ সালে তার কটনমিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় একটি সংঘবদ্ধ দল নাশকতার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ কাজটি করেছেন বলে তিনি দাবি করেন। তিনি আরও জানান, স্থানীয় কতিপয় প্রভাবশালী চাঁদাবাজ মাঝে মাঝেই তার কাছে চাঁদা দাবি করে থাকে। চাঁদা দিতে অস্বীকার করায় বিভিন্ন সময় তাকে ভয়ভীতি দেখানো হয়েছে। সঠিক তদন্ত হলে বিষয়টি বেরিয়ে আসবে বলে তার ধারণা। আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএম তাজুল হুদা বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। ভোলায় ৯ জলদস্যু আটক নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১৪ অক্টোবর ॥ বিচ্ছিন্ন দুর্গম দ্বীপ উপজেলা মনপুরা থেকে পুলিশ ৯ জলদস্যুকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাতে মেঘনার উড়ির চর এলাকায় জলদস্যুদের আস্তানায় অভিযান চালিয়ে তাদের পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ ফাঁকা গুলিবর্ষণ করে তাদের কাছ থেকে ১০টি দেশী অস্ত্র উদ্ধার করে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে পুলিশ তাদের মনপুরা থানায় নিয়ে আসে। ওসি শাহিন ম-ল জানান, মনপুরা ও হাতিয়ার মধ্যবর্তী মেঘনার উড়ির চর এলাকায় জলদস্যুরা অবস্থান করছে এমন সংবাদ পুলিশের কাছে আসে। কোন হতাহতের ঘটনা ঘটেনি। তাদের কাছ থেকে ৩টি বগি দা, ৩টি রাম দা, ২টি ক্রিজ ও ২টি হাতুড়ি উদ্ধার করে। আটককৃতরা হলেন- ফকরুল, মনির, সামসুদ্দিন, শহিদুল, সোহেল, সোহরাব, সেলিম, রাহাত ও মালেক। তাদের বাড়ি হাতিয়া উপজেলার বিভিন্ন গ্রামে। তবে এরা কোন বাহিনীর সদস্য তা পুলিশ জানাতে পারেনি। নাটোরে যুবলীগ নেতা গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১৪ অক্টোবর ॥ নলডাঙ্গা থানায় একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক তৌহিদুর রহমান লিটনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শুক্রবার সকালে নাটোর শহরের হাফরাস্তা এলাকা থেকে তাকে আটক করা হয়। লিটন নলডাঙ্গা উপজেলার বাসুদেব এলাকার সাঝিপাড়ার তোতা মিস্ত্রির ছেলে। গোয়েন্দা পুলিশ জানায়, তৌহিদুর রহমান গত ৩ সেপ্টেম্বর বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন পরিষদে হামলা করে ৫নং ওয়ার্ড মেম্বার বাবুল হোসেন ও ইউপি সচিব হাবিবুর রহমানকে মারপিট করে কয়েক শ’ ফেয়ার প্রাইজের কার্ড ছিনিয়ে নেয়ার অভিযোগে করা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি। এছাড়া আরও তিনটা মামলায় নলডাঙ্গা থানায় ওয়ারেন্টসহ অন্তত ১৫টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। তবে, এর মধ্যে বেশিরভাগ মামলা চাঁদাবাজির। এছাড়া উপজেলা যুবলীগের অপর যুগ্ম-সম্পাদক সোহরাব হোসেন সোহাগের ওপর হামলা ও মোটরসাইকেল পোড়ানোসহ একটি হত্যা মামলাও রয়েছে তার বিরুদ্ধে। গ্রেফতারকৃত লিটনকে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে বাংলাদেশ-জাপান যৌথভাবে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মুন্সীগঞ্জ আশুতোষ হলে এই প্রতিযোগিতা শুক্রবার সম্পন্ন হয়। এতে বিপুলসংখ্যক ক্ষদে চিত্রশিল্পীরা অংশ নেয়। মুন্সীগঞ্জের গ্লোরিয়া ফাউন্ডশন ও জাপানের এনপিও ইন্টারন্যাশনাল আর্টিস্ট সাতোইয়ানো-কাই যৌথভাবে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। আয়োজন উদ্বোধনে উপস্থিত ছিলেন গ্লোরিয়া ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ তারেক, সহ-সভাপতি আছিফ ইকবাল, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল্লাহ আল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ হুমায়ুন কবির, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ মাসুদুল ইসলাম ও সদস্য মোঃ ফারুক প্রমুখ। আওয়ামী লীগ নেতার পদত্যাগ নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৪ অক্টোবর ॥ সালথা উপজেলার গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদত্যাগ করেছেন । শুক্রবার দুপুরে তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফুরুকুজ্জামান ওরফে ফকির মিয়ার কাছে এ পদত্যাগপত্র জমা দিয়েছেন । ‘কেন তিনি পদত্যাগ করলেন’ লিখিত পদত্যাগপত্রে এর কোন ব্যাখ্যা বা কারণ উল্লেখ করেননি গট্টি ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক ওদুদ মাতুব্বর। শহীদ স্মৃতিফলক নির্মাণকাজ উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৪ অক্টোবর ॥ শুক্রবার বেলা ১১টায় নওগাঁ শহর সংলগ্ন বোয়ালিয়া ইউনিয়নের দোগাছি গ্রামের (ডাঙ্গাপাড়া) পুকুরপাড়ে স্বাধীনতা যুদ্ধের সময় পাকি হানাদারদের হাতে নিহত ৬২ শহীদের স্মরণে স্মৃতিফলকের নির্মাণ কাজ শুরু হয়েছে। স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা ‘বেডো’ এই স্মৃতিফলক নির্মাণ কাজের উদ্যোগ গ্রহণ করেছে। দোগাছী পশ্চিমপাড়ায় বধ্যভূমিতে বেডোর নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুল বারী স্মৃতিফলক নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ফ্রি চিকিৎসা ক্যাম্প স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ গজারিয়া উপজেলার ষোলআনির নয়াপাড়া দাতব্য চিকিৎসালয়ে শুক্রবার ফ্রি চিকিৎসা ক্যাম্প হয়েছে। এতে কয়েক শ’ রোগীকে বিনামূল্যে চিকিৎসাপত্র ও ওষুধ সরবরাহ করা হয়। লাল আয়াতুন সাহায্য ও সেবা প্রকল্পের উদ্যোগে ফ্লাইং বার্ডস কর্পোরেশনের ব্যবস্থাপনায় তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক বিনামূল্যে দিনভর চিকিৎসা সেবা প্রদান করেন। জেলার নিভৃত পল্লীতে এ ধরনের বিনামূল্যে চিকিৎসাপত্র ও ওষুধ সরবরাহ দরিদ্র জনগোষ্ঠীর জন্য এক বিরাট সুযোগ বলে মনে করেন উপকারভোগীরা।
×