ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাহাড়ের প্রাণের উৎসব মাহা ‘ওয়াগ্যোয়াই পোয়েঃ’ আজ শুরু

প্রকাশিত: ০৬:২০, ১৫ অক্টোবর ২০১৬

পাহাড়ের প্রাণের উৎসব মাহা ‘ওয়াগ্যোয়াই পোয়েঃ’ আজ শুরু

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান, ১৪ অক্টোবর ॥ যা কিছু সুন্দর; যা কিছু সত্য, তারই বন্দনা আজ অতি জরুরী। নব জীবনের নব যাত্রার সন্ধিক্ষণে আপনাকে স্বাগত জানায়। মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় প্রাণে প্রাণ মিলিয়ে আসুন ওয়াগ্যোই মিলনমেলায় সমবেত হই; সকলের শান্তি কামনায় প্রাণের উচ্ছ্বাস ছড়িয়ে দিই নবদিগন্তে। এভাবেই মাহা ‘ওয়াগ্যোয়াই পোয়েঃ’ (প্রবারণা পূর্ণিমা)তে আপনাকে স্বাগত জানাচ্ছে উৎসব উদযাপন কমিটি। আতশবাজি, রং-বেরংয়ের বর্ণিল ফানুসের ঝলকানি আর ময়ুরপঙ্খীর আদলে তৈরি মাহারথ টানা উৎসবের মধ্য দিয়ে পাহাড়ের বৌদ্ধ অনুসারীদের অন্যতম ধর্মীয় উৎসব মাহা ‘ওয়াগ্যোয়াই পোয়েঃ’ (প্রবারণা পূর্ণিমা) উৎযাপনে মেতে উঠবে। বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে তিন পার্বত্য জেলায় এ উৎসবের মূল আয়োজন চলবে ১৫ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত। পার্বত্য জেলার বৌদ্ধ ধর্মাবলম্বী মারমা’রা ‘ওয়াগ্যোয়াই পোয়েঃ’ নামে প্রবারণা পূর্ণিমা পালন করে থাকে। উৎসব কমিটির সূত্র জানায়, এবারের উৎসবে পাহাড়ের আকাশে বিভিন্ন ধরনের বর্নিল ফানুসে ঢেকে পড়বে। বৌদ্ধ মন্দিরে মন্দিরে (ক্যায়াং) জ্বালানো হবে হাজারো বাতি, রাতের আকাশে আতশবাজির ঝলকানি, সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠান, মারমা নাটক মঞ্চায়ন, মন্দিরে ছোয়াইং ও অর্থ দান, বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। পাহাড়ের বৌদ্ধ অনুসারী বড়ুয়া সম্প্রদায় একদিন আগে এই উৎসব পালন করেন, তাদের মতো করে।
×