ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসবের পঞ্চম আসর

প্রকাশিত: ০৬:১৭, ১৫ অক্টোবর ২০১৬

গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসবের পঞ্চম আসর

স্টাফ রিপোর্টার ॥ মহান মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে অর্জিত স্বাধীন বাংলাদেশে সাংস্কৃতিক ধারাকে শক্তিশালী করতে নাটক রেখেছে এক গুরুত্বপূর্ণ অবদান। নাটকের মধ্যদিয়েই আমরা পেয়েছি আত্মমর্যাদা বোধকে প্রতিষ্ঠা করার ঐতিহ্যিক ভিত্তি। বাংলাদেশের নাটক আজ বিশ্ব নাট্য অঙ্গণে সুপ্রতিষ্ঠিত। আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি, আমাদের নাটক তথা সাংস্কৃতিক ঐতিহ্য হাজার বছরের। ভারত বাংলাদেশ- দু’দেশের অভিন্ন সংস্কৃতির অভিজ্ঞতা বিনিময় এবং জনগণের মৈত্রীর বন্ধন দৃঢ়তর করার লক্ষ্য নিয়েই মূলতঃ ‘গঙ্গা-যমুনা নাট্যোৎসব’ আয়োজিত হয়ে আসছে গত চার বছর যাবৎ। এবারে পঞ্চমবারের মতো এ উৎসব উদ্যাপিত হবে এবং ভিন্ন আঙ্গিকে বড় পরিসরে এবারেও এ উৎসব উদযাপনের পরিকল্পনা নেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় গঙ্গা-যমুনা নাট্যোৎসব পর্যদের উদ্যোগে পঞ্চম বারের মত আয়োজন করা হচ্ছে ‘গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসব-২০১৬’। আগামী ২১ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ১০দিনব্যাপী বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র জাতীয় নাট্যশালা মিলনায়তন, পরিক্ষণ থিয়েটার হল, স্টুডিও থিয়েটার হল এবং নৃত্য ও সঙ্গীত মিলনায়তনে ভারতের ৩টি, ঢাকার ২৫টি ও ঢাকার বাইরের ২টি নাট্যদলসহ মোট ৩০টি নাট্যদল তাদের নাটক মঞ্চায়ন করবে। এছাড়াও উৎসব প্রাঙ্গণের উন্মুক্ত মঞ্চে ৫২টি সংগঠন এর আবৃত্তি, সঙ্গীত, নৃত্য ও পথ নাটক পরিবেশনা নিয়ে অংশগ্রহনের মধ্য দিয়ে এবারের ‘গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসব-২০১৬’ উদ্যাপিত হবে। এবারের উৎসবটি উৎসর্গ করা হয়েছে সদ্যপ্রয়াত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের উদ্দেশ্যে। প্রসঙ্গত, উৎসবে মঞ্চ নাটক, নৃত্য, আবৃত্তি, সঙ্গীত ও পথনাটকে ভারত ও বাংলাদেশের মোট ৮২টি দল অংশগ্রহণ করবে। উন্মুক্ত মঞ্চের সাংস্কৃতিক পর্ব প্রতিদিন ৪টা থেকে ৬.৩০ মি. পর্যন্ত এবং মঞ্চনাটক প্রতিদিন সন্ধ্যা ৭টায় শুরু হবে। উৎসবের প্রথম সন্ধ্যায় ভারতের হ-য-ব-র-ল নাট্যদল জাতীয় নাট্যশালায় পরিবেশন করবে নাটক ‘ঈপ্সা’ যার নাম ভূমিকায় অভিনয় করবে অভিনেতা দেবশংকর হালদার। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, ইন্ডিয়া-বাংলাদেশ ফাউন্ডেশন এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র সহযোগিতায় ‘গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসব-২০১৬’ উদ্যাপিত হবে।
×