ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ব্রিটেন বাস্তবতা বুঝলে ব্রেক্সিটের বিরুদ্ধে সিদ্ধান্ত নেবে ॥ টাস্ক

প্রকাশিত: ০৬:১২, ১৫ অক্টোবর ২০১৬

ব্রিটেন বাস্তবতা বুঝলে ব্রেক্সিটের বিরুদ্ধে সিদ্ধান্ত নেবে ॥ টাস্ক

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক বৃহস্পতিবার রাতে বলেছেন, ব্রিটেন যখন ‘হার্ড ব্রেক্সিট’র বাস্তবতার মুখে পড়বে তখন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে না বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারে। তিনি সতর্ক করেন যে, সঙ্গত্যাগের আগামীর বৈঠকগুলো হবে ‘বেদনাদায়ক’। খবর বিবিসি ও টেলিগ্রাফের। ‘হার্ড ব্রেক্সিট’র প্রতি ব্রিটেনের প্রধানমন্ত্রী তেরেসা মে’র মনোভাব প্রকাশের পর ইউরোপ আলোচনার পথকে কঠিন করে তুলতে থাকার মধ্যে টাস্কের এমন মন্তব্য আসল। গত সপ্তাহে কনজারভেটিভ পার্টির সম্মেলনে প্রধানমন্ত্রী ঘোষণা দেন, ব্রেক্সিট মানে ব্রেক্সিট। তেরেসা বলেন, আগামী বছরের শেষদিকে ব্রিটেন ও ইইউর মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু করে ব্রেক্সিটের জন্য সরকার লিসবন চুক্তির ৫০ নম্বর ধারা প্রয়োগ করবে। অভিবাসন এবং ইউরোপের একক বাজারে প্রবেশের মতো ইস্যুগুলো নিয়ে জটিল বিতর্কসহ এ প্রক্রিয়া সম্পন্ন হতে দুই বছর লাগবে। প্রসঙ্গত ‘হার্ড ব্রেক্সিট’ হচ্ছে যুক্তরাজ্যের কোন রকম সমঝোতা ছাড়াই ইইউ থেকে বের হওয়া। আর ‘সফট ব্রেক্সিট’ হচ্ছে দুইপক্ষের ছাড় দেয়ার ভিত্তিতে বেরিয়ে যাওয়া। টাস্ক বলেন, ইইউ শ্রমিকদের অবাধ চলাচল রহিত করতে, ইইউ বাজেট পরিশোধ না করতে এবং ব্রিটিশ আইন প্রণয়নে প্রাধান্য ফিরিয়ে আনতে তেরেসা মে’র অঙ্গীকারের অর্থ দাঁড়ায়, ব্রিটেন ইউরোপের সঙ্গে তাদের বন্ধন পুরোপুরি ছিন্ন করতে চেয়েছে। টাস্ক সতর্ক করেন, একক বাজারে ব্রিটেনের প্রবেশের জন্য অবাধ চলাচলের ওপর ইইউর অবস্থান নিয়ে কোন সমঝোতা হবে না। ব্রাসেলসভিত্তিক প্রতিষ্ঠান ইউরোপিয়ান পলিসি সেন্টারে দেয়া এক বক্তব্যে তিনি বলেন, ‘হার্ড ব্রেক্সিটের একমাত্র প্রকৃত বিকল্প হচ্ছে নো-ব্রেক্সিট, যদিও বর্তমানে এমন একটি সম্ভাবনায় কারও বিশ্বাস নেই বললেই চলে।’ পাউন্ডের মান পড়ে যাওয়ার চাপ বাড়তে থাকায় আগামী সপ্তাহে ব্রাসেলসে ইউরোপীয় কাউন্সিলের বৈঠক হবে। এতে টাস্কের সভাপতিত্বে তেরেসা মে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম অংশ নেবেন। ইইউ প্রধান বলেন, ব্রিটেন যখন তার সদস্যপদের সুবিধা পেয়ে যাচ্ছে তখন দেশটি ইইউ ছাড়তে পারেÑ এমনটি ভাবা ‘স্রেফ ভুল’ ছাড়া আর কিছু না। সম্প্রতি ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বলেন, ‘ব্রিটেন তাদের সুযোগ পেয়ে কাজে লাগিয়েছে।’ তার এ মন্তব্যের বিষয়ে টাস্ক বলেন, ‘নির্মম সত্য হচ্ছে, ব্রেক্সিটে আমাদের সবার ক্ষতি হবে।’ তবে জনসন বলেন, ব্রিটেন যে ব্রেক্সিট বাণিজ্য চুক্তি করবে তাতে ইইউর একক বাজারে প্রবেশের চেয়ে অর্থনীতির জন্য অনেক বেশি ভাল ফল বয়ে আনবে। তিনি জানান, কমনওয়েলথভুক্ত দেশগুলো ইতোমধ্যে বাণিজ্য চুক্তিতে পৌঁছতে প্রচেষ্টা জোরদার করেছে।
×