ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সর্বশেষ জরিপ ॥ গুরুত্বপূর্ণ পেনসিলভানিয়ায় হিলারির চেয়ে ১২ পয়েন্টে পিছিয়ে

ট্রাম্পের সম্ভাবনা ক্ষীণ

প্রকাশিত: ০৬:১২, ১৫ অক্টোবর ২০১৬

ট্রাম্পের সম্ভাবনা ক্ষীণ

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জয়ের সম্ভাবনা ক্রমশ ক্ষীণতর হয়ে আসছে বলে নতুন জরিপে দেখা যায়। এ অবস্থার মধ্যে তিনি বৃহস্পতিবার তার নির্বাচনী প্রচার অভিযানে সর্বশেষ যৌন অসদাচরণের অভিযোগ কড়া ভাষায় অস্বীকার করেছেন। রিপাবলিকান প্রার্থী নর্থ ক্যারোলিনাতে শতকরা ৪ পয়েন্টে ডেমোক্র্যাট হিলারি ক্লিনটনের চেয়ে পিছিয়ে এবং ওহাইওতে ১ পয়েন্টে এগিয়ে আছেন। ওয়াল স্ট্রিট জার্নাল/এনবিসি নিউজ/ম্যারিস্ট জরিপে বৃহস্পতিবার এ কথা বলা হয়। কোন একটি অঙ্গরাজ্যেই হিলারির বিজয় গত সাতবারের প্রেসিডেন্ট নির্বাচনের মধ্যে ডেমোক্র্যাটদের জন্য পঞ্চমবারের মতো হোয়াইট হাউসের দুয়ার খুলে দেবে। উভয় অঙ্গরাজ্যই ট্রাম্পের জন্য অস্বাভাবিক গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে। কারণ তার প্রচার শিবির ভার্জিনিয়ায় বলতে গেলে পরাজয় মেনে নিয়েছে এবং তিনি পেনসিলভানিয়াতে ডাবল ডিজিটে হিলারির পেছনে রয়েছেন বলে ইতোপূর্বে ওয়াল্ড স্ট্রিট জার্লাল/এনবিসি নিউজ/ম্যারিস্ট জরিপে দেখা যায়। ওই দুটি অঙ্গরাজ্যে জয়ী না হয়ে এবং ওহাইও বা নর্থ ক্যারোলিনার মধ্যে কোন একটিতে হেরে প্রয়োজনীয় ২৭০টি ইলেক্ট্রোরাল ভোট পেতে ট্রাম্পের সমর্থ হওয়া ক্রমশ অবাস্তব ঘটনা হয়ে পড়ছে। জিওপি (রিপালিকান) প্রার্থীর প্রচার শিবিরের ইলেক্টোরাল কলেজ সম্পর্কিত কৌশল নিয়ে মন্তব্য করতে অস্বীকার করেন। রিপাবলিকান কৌশলবিদ রাসেল স্রিয়েফার বলেন, কোন বড় ধরনের আকস্মিক ঘটনা ছাড়া ট্রাম্প কোন পথে ২৭০টি ইলেক্টোরাল ভোট পেতে পারেন, তা দেখতে পাওয়া কঠিন। কিন্তু তিনি তা পেতে পারেন না এ কথা বলতে আমি প্রস্তুত নই। রাসেল অতীতের সাতটি প্রেসিডেন্ট নির্বাচনের মধ্যে ৬টিতেই কাজ করেছিলেন। ওহাইওর কলম্বাসে বৃহস্পতিবার একদল তরুণ শ্রোতার উদ্দেশে বক্তৃতা দেয়ার সময় ট্রাম্প এ অঙ্গরাজ্যে তাকে অগ্রগামী দেখতে পাওয়ায় জার্নাল/এনবিসি/ম্যারিস্ট জরিপের প্রশংসা করেন। তিনি মত ব্যক্ত করেন যে, নির্বাচনের দিন তার প্রাপ্তি অন্যান্য জরিপে নির্দেশিত নিম্ন প্রত্যাশাকে ছাড়িয়ে যাবে, ঠিক যেমন ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের পক্ষে যুক্তরাজ্যের ভোট ইউরোপীয় এস্টাব্লিশমেন্টকে হতবাক করে দিয়েছিল। তিনি বলেন, আমরা কিছু বড় রকমের সারপ্রাইজ দেখাব। আবারও সবখানে ব্রেক্সিট হতে যাচ্ছে। ৮ নবেম্বরের ভোটের মাত্র তিন সপ্তাহ বাকি থাকাতে ট্রাম্প বৃহস্পতিবার তার সবচেয়ে কার্যকর প্রচারকর্মী তার কন্যা ইভাঙ্কাকে (৩৪) পেনসিলভানিয়ায় পাঠিয়েছেন। ওইদিন ট্রাম্প ফ্লোরিডায় তার তিন দিনের প্রচার অভিযান শেষ করেন। প্রেসিডেন্ট নির্বাচিত হতে প্রয়োজনীয় ২৭০টি ইলেক্টোরাল ভোটারের সমর্থন পেতে ট্রাম্প প্রচার শিবির প্রথমে ২০১২ সালে রিপাবলিকান মিট রমনির জয়ী হওয়া সব অঙ্গরাজ্যেই জয় পাওয়া এবং এদের সঙ্গে ফ্লোরিডা, ওহাইও ও পেনসিলভানিয়া যোগ করার লক্ষ্য স্থির করেছিল। কিন্তু ট্রাম্প পেনসিলভানিয়ায় শতকরা ১২ পয়েন্টে এবং ২ পয়েন্টে ফ্লোরিডায় হিলারির চেয়ে পিছিয়ে রয়েছেন। ওয়াল স্ট্রিট জার্নাল/এনবিসি নিউজ/ম্যারিস্ট জরিপে চলতি সপ্তাহে এটি দেখা যায়। পেনসিলভানিয়া ও ভার্জিনিয়া বাদ দিলে ট্রাম্পকে আইওয়া, ওহাইও, ফ্লোরিডা, নর্থ ক্যারলিনা, নিউ হ্যামশায়ার ও নেভাডায় জয়ী হতে এবং মেইনে একটি ইলেক্টোরাল ভোট পেতে হবে। যখন ট্রাম্প নির্বাচনে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন, তখন যুক্তরাষ্ট্রে ইতোমধ্যেই এর ভোট প্রক্রিয়া ভালভাবেই শুরু হয়ে গেছে। ৭ লাখ ৫০ হাজারেরও বেশি ভোট মেইল যোগে দেয়া হয়ে গেছে এবং কোন কোন অঙ্গরাজ্যে ব্যক্তিগতভাবেও ভোট দেয়া হয়েছে। ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনী উপাত্ত বিশেষজ্ঞ মাইকেল ম্যাকডোনাল্ডের সংগৃহীত তথ্যে এটি দেখা যায়। নর্থ ক্যারোলিনাতে ২০১২ সালের চেয়ে বেশি সংখ্যায় ডেমোক্র্যাটরা ভোট দিচ্ছেন এবং ব্যাটল পেপার চাচ্ছেন। এটি হিলারির জন্য ভাল লক্ষণ। ওহাইওতে ট্রাম্পের জন্য অনুকূল লক্ষণ দেখা যায়, কারণ দুটি ডেমোক্র্যাট আধ্যুষিত জনবহুল কাউন্টি ফ্রাঙ্কলিন ওকুয়াহোগাতে এ্যাবসেন্টি ব্যাস (পোস্টাল) ব্যালটের সংখ্যা চার বছর আগের তুলনায় শতকরা ১৬ ভাগ কম। ম্যাকডোনাল্ড বলেন, প্রার্থিত মেইল ব্যালটের সংখ্যায় রিপাবলিকানরা ঐতিহাসিকভাবে যে সুবিধা পেয়ে থাকে, তা স্বাভাবিকের তুলনায় অনেক কম। এ সুবিধা জিতপির জন্য গুরুত্বপূর্ণ, কারণ ডেমোক্র্যাটরা সব সময়েই ব্যক্তিগতভাবে ভোটদানকারীদের মধ্যে বড় সুবিধা পেয়ে থাবে। রিপাবলিকান জরিপকারী ডেভিড হিল বলেন, ট্রাম্পকে রিপাবলিকান অঙ্গরাজ্যগুলোতে পূর্ণাঙ্গ ফল অর্জন করতে হবে এবং তাকে ফ্লোরিডা বা নর্থ ক্যারোলিনা বা মিডওয়েস্টে হারলে চলবে না।Ñওয়াল স্ট্রিট জার্নাল
×