ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মহাকাশ জাতি গঠনের উদ্যোগ

প্রকাশিত: ০৫:৩২, ১৫ অক্টোবর ২০১৬

মহাকাশ জাতি গঠনের উদ্যোগ

বিজ্ঞানীদের একটি গ্রুপ মহাকাশ প্রযুক্তিতে অগ্রসর দেশগুলোকে নিয়ে একটি ‘জাতি’ গঠনের উদ্যোগ নিয়েছেন। পরিকল্পনা মতো নতুন এই জাতির নাম তার দিয়েছেন এ্যাসগার্ডিয়া। পৌরণিক কাহিনী অবলম্বনে তারা এ নামকরণ করেছেন। রুশ ন্যানোসায়েন্টিস্টস ও ব্যবসায়ী ইগোর আশুরবেইলি এই পরিকল্পনার উদ্যোক্তা। আমেরিকাও এক সময় এতে যোগ দেবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। আগামী বছরের প্রথমার্ধের মধ্যে যেসব দেশ পৃথিবীর কক্ষ পথে অন্তত একটি হলেও স্যাটেলাইট বসাবে তাদের নিয়ে গঠিত হবে এই জাতি। তারা আশা করেছেন আগামী ১৮ মাসের মধ্যেই এ জাতি গঠিত হবে। এ লক্ষ্যে ভিয়েনায় তিনি গঠন করেছেন এ্যারোস্পেস ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টার গঠন করেছেন, যার পরিচালনার দায়িত্বে রয়েছে ইউনেস্কো। বুধবার প্যারিসে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেছেন। মহাজাগতিক বস্তুর আক্রমণ থেকে পৃথিবীকে রক্ষার ক্ষেত্রে এই জাতি অভিভাবকের ভূমিকা পালন করবে। -নিউজ ডট কম।
×