ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অবস্থার উন্নতি হচ্ছে

আগামী সপ্তাহে খাদিজার দুই হাতে অপারেশন

প্রকাশিত: ০৫:৩০, ১৫ অক্টোবর ২০১৬

 আগামী সপ্তাহে খাদিজার দুই হাতে অপারেশন

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ বখাটে বদরুলের চাপাতির আঘাতে গুরুতর আহত সিলেট সরকারী মহিলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজার অবস্থার ক্রমশ উন্নতি হচ্ছে। বৃহস্পতিবার থেকে তিনি লাইফ সাপোর্ট ছাড়াই শ্বাস-প্রশ্বাস নিতে পারছেন। আগামী সপ্তাহে খাদিজার দুই হাতে অপারেশন করা হবে। অর্থোপেডিক বিভাগের ডাক্তাররা এ অস্ত্রোপচার করবেন। শুক্রবার বিকেলে খাদিজার সর্বশেষ অবস্থা জানতে চাইলে তার বড় ভাই শারনান আল শাহীন এসব তথ্য জানান। এদিকে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বৃহস্পতিবার সন্ধ্যায় স্কয়ার হাসপাতালে খাদিজাকে দেখতে গিয়ে সাংবাদিকদের বলেন, তার চিকিৎসার ব্যয় সরকার বহন করবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, খাদিজার শরীরের ডান পাশ নড়াচড়া করছে, বাম পাশ অবশ হয়ে রয়েছে। তার চিকিৎসার জন্য যা যা করা দরকার সবই করা হচ্ছে। তাকে বিদেশে নেয়ার প্রয়োজন নেই। এছাড়া তার লাইফ সাপোর্ট খুলে দেয়া হয়েছে। আশা করা হচ্ছে লাইফ সাপোর্ট আর প্রয়োজন হবে না। তিনি আরও বলেন, খাদিজার ওপর হামলাকারী বদরুলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। তাকে আইন অনুযায়ী কঠোর শাস্তি দেয়া হবে।
×