ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ডাইনোসর যুগের সোর্ডফিশ জীবাশ্ম

প্রকাশিত: ০৫:২৬, ১৫ অক্টোবর ২০১৬

ডাইনোসর যুগের সোর্ডফিশ জীবাশ্ম

অস্ট্রেলিয়ায় ১০ কোটি বছর আগের ডাইনোসর যুগের সোর্ডফিশের জীবাশ্ম পাওয়া গেছে। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের উত্তর-পশ্চিমে সম্প্রতি অতিবিরল এই ছুরি মাছ প্রজাতির দুইটি পরিবারের ফসিল পান বিজ্ঞানীরা। গবেষক দলের প্রধান ডক্টর প্যাট্রিক স্মিথ বলেন, ছুরি মাছের এই ফসিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এগুলো পরিপূর্ণ অবস্থায় রয়েছে। ডক্টর প্যাট্রিক স্মিথ বর্তমানে অস্ট্রেলিয়ার একটি জাদুঘরের কিউরেটর হিসেবে কাজ করছেন। তিনি বলেন, এই ফসিলের সঙ্গে মাছটির মাথার খুলি, মেরদ- ও পাখনা রয়েছে। তিনি আরও বলেন, আমরা জানতাম এই জাতীয় মাছ পুরোপুরি মাংসাশী প্রজাতির। পাশাপাশি এই জাতীয় মাছ তার পাশ দিয়ে দ্রুত ছুটে চলা মাছ ধরে খায়। তার মতে এই ছুরি মাছ বর্তমান যুগের মার্লিন মাছ (এক জাতীয় বড় সামুদ্রিক মাছ) প্রজাতির মতো ছিল। আমরা জানতাম এক সময় কুইন্সল্যান্ডে এই জাতীয় ছুরি মাছের বিচরণ ছিল। তবে এ বিষয়ে আরও গবেষণা প্রয়োজন বলে মত তার-Ñবিবিসি অবলম্বনে
×