ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জাতিসংঘ মহাসচিব পদে গুতেরেস নিয়োগ পেলেন

প্রকাশিত: ০৯:২১, ১৪ অক্টোবর ২০১৬

জাতিসংঘ মহাসচিব  পদে গুতেরেস  নিয়োগ  পেলেন

জনকণ্ঠ ডেস্ক ॥ জাতিসংঘ মহাসচিব পদে আনুষ্ঠানিকভাবে নিয়োগ পেলেন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী আন্তনিও গুতেরেস। সাধারণ পরিষদের ১৯৩টি সদস্য পরবর্তী মহাসচিব হিসেবে তার নিয়োগ অনুমোদন করেছে। সাধারণ পরিষদের সভাপতি পিটার থম্পসন প্রস্তাবটি উত্থাপন করে বলেন, সদস্যরা বিপুল করতালির মাধ্যমে এ প্রস্তাব অনুমোদন করতে চান। এরপর বিপুল করতালির মাধ্যমে এ প্রস্তাব অনুমোদন করা হয়। খবর বিবিসি ও ইয়াহু নিউজের। আগামী পহেলা জানুয়ারি জাতিসংঘের বর্তমান মহাসচিব বান কি মুনের মেয়াদ শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করবেন ৬৭ বছর বয়সী এই পর্তুগিজ। পর্তুগালের এই সাবেক প্রধানমন্ত্রী ১০ বছর ধরে জাতিসংঘ উদ্বাস্তু হাইকমিশনের (ইউএনএইচসিআর) প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এ দায়িত্ব পালনকালে তিনি সিরিয়া, আফগানিস্তান ও ইরাক থেকে ইউরোপ অভিমুখে শরণার্থীদের ঢল সামলাতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি উদাত্ত আহ্বান জানান। তিনি এ ভয়াবহ শরণার্থী সঙ্কট মোকাবেলায় পাশ্চাত্যের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। গত সপ্তাহে ১৩ প্রার্থীর মধ্য থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ তাকে মহাসচিব হিসেবে বাছাই করে। মহাসচিব নিয়োগ পাওয়ার খবর শুনে গুতেরেস বলেন, ‘আমি কৃতজ্ঞতা ও বিনয়ের সঙ্গে এ দায়িত্ব পালন করব।’ পেশাগতভাবে প্রকৌশলী হিসেবে যাত্রা শুরু করেন গুতেরেস। এর পর ১৯৭৬ সালে তিনি পর্তুগালের রাজনীতিতে প্রবেশ করেন।
×