ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভেজাল ওষুধের বিষয়ে কোন ছাড় নয় ॥ স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ০৯:২০, ১৪ অক্টোবর ২০১৬

ভেজাল ওষুধের বিষয়ে কোন ছাড় নয় ॥ স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ভেজাল ওষুধের বিষয়ে কোন রকম ছাড় দেয়া হবে না। ভেজাল ওষুধ প্রস্তুতকারীদের শায়েস্তা করা হবে। ওষুধ প্রশাসন অধিদফতরের কর্মকর্তাদেরও ভেজালমুক্ত ও দক্ষ হতে হবে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মহাখালীতে নবনির্মিত ওষুধ ভবনের উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, ঔষধ শিল্প সমিতির উপদেষ্টা সালমান এফ রহমান, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার ভেজাল ওষুধ তৈরির ৬৮ কোম্পানি বন্ধ করেছে। এর মধ্যে ২৩ স্থায়ী এবং বাকিগুলো সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। এসব কোম্পানি চালু করে দিতে অনেকে তদবির করছেন, কিন্তু সেগুলো আমলে নেয়া হয়নি। প্রয়োজনে ভেজাল ওষুধের যত কোম্পানি আছে সব বন্ধ করা হবে। এদিকে পরে স্বাস্থ্যমন্ত্রী রাজধানীর স্কয়ার হাসপাতালে সিলেট সরকারী মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী সন্ত্রাসী হামলায় আহত খাদিজা বেগমকে দেখতে যান। এ সময় তিনি ডাক্তারদের সঙ্গে কথা বলেন এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন।
×