ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাবাডি বিশ্বকাপ

দক্ষিণ কোরিয়ার কাছে বাংলাদেশের দুর্ভাগ্যের হার

প্রকাশিত: ০৯:১৫, ১৪ অক্টোবর ২০১৬

দক্ষিণ কোরিয়ার কাছে বাংলাদেশের দুর্ভাগ্যের হার

স্পোর্টস রিপোর্টার ॥ ভারতের আহমেদাবাদে চলমান ১২ জাতি কাবাডি বিশ্বকাপে জিতলেই সেমিফাইনালে খেলার সম্ভাবনা উজ্জ্বল হতো বাংলাদেশের। কিন্তু দুর্ভাগ্য, তা আর হয়নি। হেরে গেছে তারা। বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত গ্রুপ ‘এ’-তে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ৩৫-৩২ পয়েন্টে দক্ষিণ কোরিয়ার কাছে হারে বাংলাদেশ দল। তবে হারলেও নিয়ম অনুযায়ী ১টি বোনাস পয়েন্ট পেয়েছে বাংলাদেশ (প্রতিপক্ষের কাছে হারের ব্যবধান কমপক্ষে ৭ পয়েন্ট হলে বিজিত দল ১ পয়েন্ট বোনাস পাবে)। অথচ প্রথমার্ধে একপর্যায়ে ১০-০ পয়েন্টে এগিয়েছিল লাল-সবুজরা। প্রথমার্ধ শেষে খেলার স্কোরলাইন ছিল ১৫-১৫। কিন্তু দ্বিতীয়ার্ধে কোরিয়ান কৌশলের মারপ্যাঁচে কুপোকাত হতে হয় আরুদুজ্জামান মুনশীর দলকে। তিন খেলায় সর্বাধিক ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠে এলো কোরিয়া। টপকে গেল তিনবারের চ্যাম্পিয়ন ও স্বাগতিক ভারতকে। সমান খেলায় ভারতের পয়েন্ট ১১। ৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে ছয় দলের মধ্যে তৃতীয় স্থানে। এখন বাংলাদেশকে সেমিতে যেতে হলে নিজেদের বাকি দুই ম্যাচে যেমন অবশ্যই জিততে হবে, তেমনি ভারত যেন তাদের বাকি দুই ম্যাচের অন্তত একটিতে হারে, সে কামনাও করতে হবে। কিন্তু আপাতদৃষ্টিতে ভারতের কাছে ওই দলগুলোর হারার সম্ভাবনাই বেশি বলে বাংলাদেশ বাকি দুই ম্যাচে জিতলেও লাভ নেই, যেতে পারবে না সেমিতে।
×