ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মহরমের ছুটিতে দুর্ঘটনায় নারীসহ হত ২

প্রকাশিত: ০৯:১৩, ১৪ অক্টোবর ২০১৬

মহরমের ছুটিতে দুর্ঘটনায় নারীসহ হত ২

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র মহরমের এক দিনের ছুটিতে রাজধানীতে সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দু’জন নিহত হয়েছে। আনন্দবাজারে বিদ্যুতস্পৃষ্ট হয়ে শাহ আলম (৫০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এছাড়া ভাটারা এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে বাঁশ পড়ে মোঃ মাসুম (৩২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া থেকে আগত এক যাত্রীর কাছ থেকে ৬ হাজার পিস অবৈধ ওষুধ আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। বৃহস্পতিবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এসব তথ্য জানা গেছে। পবিত্র মহরমের ছুটিতে বুধবার বিকেলে কাকরাইল জামে মসজিদের সামনে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (৩০) এক নারীর মৃত্যু হয়েছে। রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান জানান, বিকেল ৩টার দিকে কাকরাইল মসজিদের সামনের রাস্তা পার হচ্ছিলেন অজ্ঞাত ওই মহিলা। এ সময় একটি গাড়ির ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে বিকেল ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে বৃহস্পতিবার সকালে ওই মহিলার লাশের ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ হিসেবে মর্গে রাখা হয়েছে। মহিলার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এদিকে মঙ্গলবার গভীর রাতে কদমতলীর রায়েরবাগে হাসেম রোডে সড়ক দুর্ঘটনায় মোঃ হান্নান (৩০) নামে এক অটোরিক্সাচালক নিহত হয়েছেন। নিহতের ছোটভাই মেহেদী হাসান জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে হান্নান অটোরিক্সা নিয়ে বাসা থেকে বের হন। পথে রায়েরবাগ হাসেম রোড এলাকায় অটোরিক্সাটিকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এ সময় অটোরিক্সাটি উল্টো গিয়ে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×