ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চীনের সঙ্গে কি চুক্তি হচ্ছে তা জানতে চায় বিএনপি

প্রকাশিত: ০৯:০৯, ১৪ অক্টোবর ২০১৬

চীনের সঙ্গে কি চুক্তি হচ্ছে তা জানতে চায় বিএনপি

স্টাফ রিপোর্টার ॥ চীনের প্রেসিডেন্টের সফরে ভাল কিছুর প্রত্যাশা করছে বিএনপি। তবে চীনের সঙ্গে কি কি চুক্তি হচ্ছে তা দেশের জনগণের জানার অধিকার রয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে শারদীয় উৎসবের শুভেচ্ছা বিনিয়মকালে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঢাকা সফরের সময় আলোচনা ও সম্ভাব্য চুক্তির ক্ষেত্রে ভারসাম্য থাকবে এমনটাই আশা করছে বিএনপি। সরকার বিএনপির ওপর দমনপীড়ন চালাচ্ছে অভিযোগ করে তিনি বলেন, এ অবস্থা অব্যাহত থাকলে বিএনপি বসে থাকবে না, বেঁচে থাকার জন্য প্রয়োজনে মরার প্রস্তুতি নেবে। গয়েশ্বর বলেন, চীনের সঙ্গে কি কি চুক্তি হবে সেগুলো সম্পর্কে কেউ অবগত নন। মিডিয়া না জানালে আমরাও জানি না। তবে দেশের স্বার্থটা আমরা যতটা না বুঝি অন্যরা তাদের স্বার্থ অনেক বেশি বোঝেন। কেউ এলে আমরা আশা করি অনেক কিছু হবে, তবে অন্যের লাভের জন্য আমাদের যেন ক্ষতি না হয়। এক প্রশ্নের জবাবে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামন দুদু বলেন, চীনের সঙ্গে বিএনপির অনেক ভাল সম্পর্ক রয়েছে। চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আগেও ভাল ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। বাংলাদেশে যখন যে সরকারই ক্ষমতায় আসে সব সরকারেরই ভাল সম্পর্ক থাকবে। তিনি বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঢাকা সফরকে বিএনপি স্বাগত জানিয়েছে। গরিবের চাল লুটপাট শুরু হয়েছে-দুদু ॥ গরিবের চাল নিয়ে লুটপাট শুরু হয়েছে অভিযোগ করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামন দুদু বলেছেন, বর্তমান সরকার ১০ টাকা কেজি দরে গরিবদের মধ্যে চাল দেয়ার যে উদ্যোগ নিয়েছে তাতেও দুর্নীতি হচ্ছে। প্রতারণার মাধ্যমে ১০ টাকা কেজি দরের চাল গরিবদের না দিয়ে বাজারে বিক্রি করে ফেলছে সরকারী দলের নেতাকর্মীরা। একদলীয় শাসন প্রতিষ্ঠার আকাক্সক্ষা সফল হবে না- ফখরুল ॥ দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার আকাক্সক্ষা সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের স্বাধীনতাকামী জনগণ কখনই এ ধরনের আকাক্সক্ষা সফল হতে দেবে না। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। বুধবার রাতে বাংলা কলেজের সাবেক ভিপি ও ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক শামীম পারভেজকে গ্রেফতারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি অবিলম্বে শামীম পারভেজের মামলা প্রত্যাহার জোর দাবি করেন।
×