ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগের জাতীয় ও কেন্দ্রীয় কমিটির সভা ১৯ অক্টোবর

প্রকাশিত: ০৯:০৮, ১৪ অক্টোবর ২০১৬

আওয়ামী লীগের জাতীয় ও কেন্দ্রীয় কমিটির সভা ১৯ অক্টোবর

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের আর মাত্র ৯ দিন বাকি। সম্মেলনের প্রস্তুতি প্রায় চূড়ান্ত। আগামী ১৯ অক্টোবরের মধ্যে সকল প্রস্তুতি সম্পন্নের জন্য গঠিত সকল উপ-কমিটিকে নির্দেশ দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। সম্মেলন উপলক্ষে গঠিত বিভিন্ন উপ-কমিটি প্রতিদিনই আনুষ্ঠানিক-অনানুষ্ঠানিক বৈঠক করছে। দীর্ঘ ৪ বছর পর আগামীকাল শনিবার বিকাল ৫টায় গণভবনে আওয়ামী লীগের জাতীয় কমিটির বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এদিকে সম্মেলনের সার্বিক খোঁজ-খবর নিতে আগামী ১৯ অক্টোবর বিকাল ৫টায় গণভবনে আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করবেন। আগামী ১৮ অক্টোবর সন্ধ্যা ৭টায় গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সম্মেলন সফল করতে গঠিত ১১ উপ-কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবদের এক সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভাগুলোতে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম অনুরোধ জানিয়েছেন। এদিকে বুধবার দুপুরে ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সম্মেলন সফল করতে গঠিত ১১ উপ-কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি উপ-কমিটিগুলোর প্রস্তুতি জানতে চান। এ সময় ১১ উপ-কমিটির আহ্বায়করা তাদের প্রস্তুতির সার্বিক বিষয় অবহিত করেন। এতে সন্তোষ প্রকাশ করেন জনপ্রশাসনমন্ত্রী। নির্দিষ্ট সময়ের মধ্যে সকল উপ-কমিটির সব প্রস্তুতি সম্পন্ন করার জন্য সৈয়দ আশরাফুল ইসলাম নির্দেশ দেন বলে বৈঠক সূত্র জানিয়েছে। অপরদিকে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন সফল করার লক্ষ্যে আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় ধানমন্ডির আওয়ামী সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের গঠনতন্ত্র উপ-কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন গঠনতন্ত্র উপ-কমিটির আহ্বায়ক, আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি।
×