ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দশ মিনিটের ব্ল্যাকআউটে টোকিও

প্রকাশিত: ০৬:৪৪, ১৪ অক্টোবর ২০১৬

দশ মিনিটের ব্ল্যাকআউটে টোকিও

প্রায় ছয় বছর পর ১০ মিনিটের জন্য বিদ্যুতহীন ছিল বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জাপানের রাজধানী টোকিও। বুধবার বিকেলে অফিস ছুটির ঠিক আগেই এ ব্ল্যাকআউটে টোকিওর বড় একটি এলাকা কার্যত অচল হয়ে পড়ে, দুর্ভোগে পড়ে প্রায় ছয় লাখ বাসিন্দা। বিদ্যুত না থাকায় বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল, আটকে যায় লিফট, ট্রাফিক বাতি না জ্বলায় রাস্তায় তৈরি হয় জট। খবর জাপান টাইমসের। নিইজা এলাকায় বিদ্যুতের একটি সাব-স্টেশনে আগুন ধরে যাওয়ায় মিনাটো, চিয়োদা, শিনজুকুসহ টোকিওর ১১টি ওয়ার্ডের পাঁচ লাখ ৮০ হাজারের বেশি ভবনে বিদ্যুত সরবরাহ বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। তবে অধিকাংশ এলাকায় ১০ মিনিটের মধ্যে সরবরাহ শুরু করা সম্ভব হয়। নাগরিকদের এ বিপত্তির জন্য দুঃখ প্রকাশ করে বিদ্যুত বিপর্যয়ের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। টোকিও ইলেক্ট্রিক পাওয়ার কোম্পানির একজন মুখপাত্র এক সংবাদ সম্মেলনে বলেন, সায়তমা প্রদেশের নিইজা এলাকায় ওই সাব-স্টেশন অত্যন্ত সুরক্ষিত। এটাকে নাশকতার কোন ঘটনা বলে তারা মনে করছেন না। টেলিভিশনের খবরে দেখা যায়, নিইজা এলকার ওই সাব-স্টেশন থেকে কালো ধোঁয়ার কুণ্ডলি উঠছে। স্থানীয় প্রশাসন বাসিন্দাদের জানালা বন্ধ রাখার অনুরোধ জানায়। ওই এলাকা দিয়ে যাওয়া একটি মহাসড়কে যান চলাচলও বন্ধ করে দেয়া হয়।
×