ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বদলে যাচ্ছে বিয়ের পোশাক

প্রকাশিত: ০৬:৪১, ১৪ অক্টোবর ২০১৬

বদলে যাচ্ছে বিয়ের পোশাক

যে কোন নারীর জীবনে বিয়ের দিনটি তার জন্য বিশেষ দিন। এই দিনে নিজেকে সর্বোচ্চ সুন্দর করে উপস্থাপন করতে চায় প্রতিটি নারী। যে কারণে বিয়ের পোশাক নিয়ে সবারই থাকে নিজস্ব পরিকল্পনা। তবে সময়ের সঙ্গে পাল্টে যাচ্ছে বিয়ের ঐতিহ্যবাহী গা ঢাকা লম্বা গাউন বা সে জাতীয় পোশাকের ধারণা। এখনকার বিয়ের পোশাক ডিজাইনাররা এসব পোশাকে নিয়ে এসেছেন নতুন ধারণা। তারা বলছেন, বিয়ের গাউন হবে টাইট ফিটিং, জুয়েলারি বসানো, পা উন্মুক্ত, কাঁধ এবং হাত প্রদর্শিত হবে সেই সঙ্গে বুক খোলা থাকবে। হতে পারে এই ধারণাটি আপনার কাছে অনেকটাই অভিনব। কিন্তু এও সত্যি এটি আপনাকে উপস্থাপন করবে অনেক বেশি গ্ল্যামারাস ও উত্তেজক হিসেবে। যারা বিয়ের পোশাক নিয়ে ভিন্ন কিছু চান, তাদের বিশেষ দিনটির জন্য এলন লিডনেসের সর্বশেষ রানওয়ে শো’টি হতে পারে উদাহরণ। বিয়ের পোশাক নিয়ে অনুষ্ঠিত সাম্প্রতিক ফ্যাশন শো’তে এলন তার শোকেস থেকে বের করেছেন ভিন্নধর্মী পোশাক যা আপনাকে অনেক বেশি সেক্সি করে উপস্থাপন করবে। তিনি পোশাকে শরীরের কেন্দ্র ও সামনের অংশে জোর দিয়েছেন। এলন শো শেষে বলেন, ‘প্রতিটি নারী নিজেকে সেনসুয়াল রূপে প্রকাশ করতে চায়; আর সে জন্য বিয়ের দিনটির চেয়ে বড় দিন তার জীবনে আর কি হতে পারে?’ ঝেড়ে ফেলুন পুরনো বন গাউন। আপনি এখন বড় হয়েছেন, বেছে নিন নিজেকে উত্তেজক হিসেবে উপস্থাপনের পোশাকÑ বিশেষ করে বিয়ের দিনটিতে। আকিল জামান ইনু সূত্র : ডেইলি মেট্রো
×