ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিশ্বের সবচেয়ে দামী ফুল

প্রকাশিত: ০৬:২৯, ১৪ অক্টোবর ২০১৬

বিশ্বের সবচেয়ে দামী ফুল

জুলিয়েট রোজ বা জুলিয়েট গোলাপ : এটি বিশ্বের সবচেয়ে দামী ফুলের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। ২০০৬-এ চেলসি পুষ্প প্রদর্শনীতে প্রথম গোটা দুনিয়ার নজর কাড়ে এই ফুলটি। জুলিয়েট গোলাপের দাম প্রায় ১ কোটি ৫৮ লাখ ডলার। শেনজেন ন্যুকে : এটি একটি অর্কিড প্রজাতির ফুল। প্রায় আট বছরের নিখুঁত পরিচর্যার পর এই ফুলটি সম্পূর্ণ বিকশিত হয়। এই অর্কিডটির দাম প্রায় ২ লাখ ডলার। এপিফিলাম অক্সিপেটালাম : এটি বিশ্বের সবচেয়ে দামী এবং দুষ্প্রাপ্য ফুল। ভারতীয়দের কাছে এই ফুল ‘ব্রহ্মকমল’ নামে বেশি পরিচিত। এটি পার্বত্য ক্যাকটাস জাতীয় ফুল। শোনা যায়, এই ফুল রাতে ফোটে এবং ভোর হওয়ার আগেই ঝরে যায়। তাই এর আর এক নাম ‘কুইন অব দি নাইট’। কোন দাম দিয়েই এই ফুল কেনা যায় না। পুষ্পপ্রেমীদের কাছে এটি তাই ‘অমূল্য রতন’। স্যাফ্রন ক্রোকাস : আমরা একে জাফরান ফুল বলেই চিনি। রান্নার উপকরণ হিসেবেই এর অধিক পরিচিতি থাকলেও এই ফুলের সৌন্দর্যও কিছু কম নয়। মাত্র ৫০০ গ্রাম জাফরান পেতে হলে অন্তত ৮০ হাজার ফুলের প্রয়োজন হয়। মাত্র ৪৫৪ গ্রাম জাফরান ফুলের দাম প্রায় ১ হাজার ৫০০ ডলার। গ্লোরিওসা : দক্ষিণ আফ্রিকা এবং এশিয়ার কিছু অঞ্চলে দেখা মেলে এই ফুলটির। বিরল প্রজাতির এই ফুলটির দাম প্রায় ১০ ডলার। টিউলিপ বাল্ব : ১৬৩৭ সালে টিউলিপ বাল্ব ইউরোপে জনপ্রিয়তার শিখরে পৌঁছয়। শোনা যায় ওই সময়েই এই ফুলের দাম উঠেছিল প্রায় ১০ হাজার গিল্ডার যা এখনকার হিসেবে যা প্রায় ৫ হাজার ৭০০ ডলারের সমান। কিনাবলু গোল্ড : এটি একটি অর্কিড প্রজাতির ফুল। একমাত্র মালয়েশিয়ার কিনাবলু ন্যাশনাল পার্কেই এই ফুল ফোটে। বিশ্ববাজারে এই ফুলের দাম প্রায় ৬০০০ ডলার। হাইড্রেঞ্জিয়া : দক্ষিণ ও পূর্ব এশিয়া এবং আমেরিকায় এই ফুলের দেখা মেলে। তবে চিন, জাপান, ইন্দোনেশিয়া এবং কোরিয়াতেই এর আধিক্য লক্ষ্য করা যায়। এর এক একটি ফুলের দাম প্রায় সাড়ে ৬ ডলার।
×