ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সেলফিতে জনতা

প্রকাশিত: ০৬:২৮, ১৪ অক্টোবর ২০১৬

সেলফিতে জনতা

এই ছবিটি দেখলে এ কথাই বলতে হবে যে, সবাই যেন সেলফিতে আচ্ছন্ন। হিলারির দিকে তাই সবাই পীঠ ফিরিয়ে। আর তাতে মোটেই কষ্ট নেই হিলারির। তিনিও বেশ হাসিমুখ করে পোজ দিচ্ছেন ছবিতে। হাত নাড়িয়ে শুভেচ্ছাও জানাচ্ছেন। কিন্তু কাকে? সামনের জনতা তার দিকে ফিরেই নেই, সবাই উল্টো ফিরে সেলফিতে আচ্ছন্ন। সবারই একটাই চাওয়া পেছনে প্রিয় মানুষটিকে রেখে নিজের একটি ছবি তোলা। যুক্তরাষ্ট্রের ওরলান্ডো থেকে রবিবার তোলা হয় ছবিটি। ২০১৬ সালের যখন এই চিত্র, ২০০৮ সালে তোলা হিলারির ক্যাম্পেইনের ওপরের ছবিটি কিন্তু এমন ছিল না। সেখানে হিলারী ক্লিনটনের সামনে জনতার ভিড়। সবাই তার দিকে উন্মুখ একটু কাছে যাওয়ার জন্য। কেউবা কাগজ এগিয়ে দিয়ে চেয়ে নিচ্ছেন অটোগ্রাফ। আবার কেউ তুলছেন ফটোগ্রাফ। মাত্র আট বছরে পরিবর্তনটা সত্যিই অবাক করার মতো।
×