ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জাতীয় মহিলা দাবায় ইভা শীর্ষে

প্রকাশিত: ০৬:২৩, ১৪ অক্টোবর ২০১৬

জাতীয় মহিলা দাবায় ইভা শীর্ষে

স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের নবম রাউন্ডের খেলা শেষে মানিকগঞ্জের ফিদেমাস্টার নাজরানা খান ইভা আট পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছেন। ইভার চেয়ে আধা পয়েন্ট কম নিয়ে গোল্ডেন স্পোর্টিং ক্লাবের আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ দ্বিতীয় স্থানে এবং ৭ পয়েন্ট নিয়ে নারায়ণগঞ্জের ফিদে মাস্টার শারমিন সুলতানা শিরিন তৃতীয় স্থানে। নবম রাউন্ডের খেলায় ইভা অগ্রণী ব্যাংক দাবা দলের ফিদেমাস্টার জাকিয়া সুলতানার সঙ্গে ড্র করেন। রানী হামিদ মহিলা দাবা সমিতির তনিমা পারভীনকে, শিরিন রাজশাহীর প্রতিভা তালুকদারকে হারান। মহিলা দাবা সমিতির আহেলী সরকার নারায়ণগঞ্জের জোহরাতুল জান্নাত জিসার সঙ্গে ও মহিলা দাবা সমিতির জাহানারা হক রুনু একসেস চেস ক্লাবের কিশোয়ারা সাজরীন ইভানার সঙ্গে ড্র করেন। পুরুষ-মহিলা দুই বিভাগেই চ্যাম্পিয়ন ভারত স্পোর্টস রিপোর্টার ॥ ইসলামী ব্যাংক আইএইচএফ ট্রফি হ্যান্ডবল টুর্নামেন্ট বৃহস্পতিবার শহীদ ক্যাপ্টেন এম মনসুর হ্যান্ডবল স্টেডিয়ামে শেষ হয়েছে। ফাইনালে পুরুষ ও মহিলা উভয় বিভাগেই স্বাগতিক বাংলাদেশকে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। পুরুষ বিভাগে ভারত ৪৬-২৫ গোলে (প্রথমার্ধে ভারত এগিয়ে ছিল ২০-১০ গোলে) এবং মহিলা বিভাগে ভারত ৪৮-২৯ গোলে (প্রথমার্ধে বিজয়ী দল এগিয়ে ছিল ২৬-৭ গোলে) বাংলাদেশকে হারায়। পুরুষ বিভাগের ফাইনালে ভারতের হয়ে সর্বোচ্চ ১১ গোল করেন অনিল কুদিয়া। বাংলাদেশের পক্ষে সোহেল রানা ৬টি, শাইল ৫টি, ডালিয়ানখুম লুসাই ৪টি, রবিউল আউয়াল ও ইমরান ৩টি করে, হারমোনি ত্রিপুরা দুটি, বিল্লাল হোসেন ও শামসুদ্দিন ১টি করে গোল করেন। মহিলাদের ফাইনালে বাংলাদেশের পক্ষে শিফা ও রহিমা ৮টি করে, শহিদা বানু ৪টি, রুবিনা ও পূর্ণিমা ৩টি করে, শাহনাজ, পারুল ও শাহিনা একটি করে গোল করেন। ভারতের পক্ষে সর্বোচ্চ ৮টি গোল করেন মনিকা। পুরুষ বিভাগে তৃতীয় থেকে সপ্তম হয়েছে যথাক্রমে পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও আফগানিস্তান। আর মহিলা বিভাগে তৃতীয় থেকে সপ্তম হয়েছে যথাক্রমে পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও আফগানিস্তান। পুরুষ বিভাগের ফাইনালে একসময় বাংলাদেশ এগিয়ে থাকলেও (৭-৬) শেষ পর্যন্ত বড় ব্যবধানে হেরে যায়। ভারতের কাছেই গ্রুপ ম্যাচে হেরেছিল বাংলাদেশ। ফাইনালে সে হারের বদলা নেয়ার কোন সুযোগই পায়নি তারা। সেমিফাইনালে পাকিস্তানকে ৩৫-৩০ গোলে হারিয়ে প্রথমবারের মতো আইএইচএফ ট্রফির ফাইনালে ওঠে যুবারা। সেন্ট্রাল ও সাউথ এশিয়ার দলগুলো নিয়ে হওয়া এ প্রতিযোগিতায় রানার্সআপ হওয়ায় আইএইচএফ ট্রফির পরের পর্বে খেলার সুযোগ পাবে না বাংলাদেশ। প্রতিটি আঞ্চলিক প্রতিযোগিতার চ্যাম্পিয়নদের নিয়ে হয় পরের পর্ব। এদিকে মহিলা বিভাগে ভারতের কাছে হেরে মুকুট হারাল বাংলাদেশের মেয়েরা। পাকিস্তানে হওয়া আইএইচএফ ট্রফির গত আসরে স্বাগতিকদের হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। যদিও সেবার ওই আসরে ভারত অংশ নেয়নি। এ আসরের সেমিতে পাকিস্তানকে ৩৮-১২ গোলে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ।
×