ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লা লিগায় মাঠে নামার অপেক্ষায় নেইমার

ব্রাজিলের বিপক্ষে খেলতে চান মেসি

প্রকাশিত: ০৬:২৩, ১৪ অক্টোবর ২০১৬

ব্রাজিলের বিপক্ষে খেলতে চান  মেসি

স্পোর্টস রিপোর্টার ॥ অধিনায়ক লিওনেল মেসিকে ছাড়া রীতিমতো অসহায় আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাই ফুটবলে তারকা এই ফুটবলারকে ছাড়া ধুকছে দিয়াগো ম্যারাডোনার দেশ। এখন যে অবস্থা তাতে বাদবাকি আটটি ম্যাচে ভাল করতে না পারলে ২০১৮ বিশ্বকাপই খেলা হবে না আর্জেন্টিনার। তাইতো প্রাণভোমরা মেসিকে ফিরে পেতে মরিয়া দেশটি। ইনজুরির কারণে সবশেষ তিনটি ম্যাচ খেলতে পারেননি মেসি। এর দু’টিতেই ড্র আর একটি হার মানে এডগার্ডো বাউজার দল। আগামী মাসে ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচ আর্জেন্টিনার। বিশ্বকাপ খেলতে হলে এ দু’টি ম্যাচে ভাল করার বিকল্প নেই এ্যাগুয়েরো, ডি মারিয়াদের। এজন্য মেসিরও বিকল্প নেই তা ভালমতোই জানা আর্জেন্টিনার। এ কারণে দেশটি অপেক্ষায় আছে তাদের সেরা তারকাকে দলে পাওয়ার। মেসিও দেশের দুঃসময়ে খেলতে মুখিয়ে আছেন বলে জানা গেছে। গত জুনে কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে চিলির কাছে হেরে যাওয়ার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষাণা দিয়েছিলেন মেসি। সাময়িক এই অবসর ভেঙ্গে বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের বিরুদ্ধে খেলেন আর্জেন্টাইন অধিনায়ক। ওই ম্যাচে দলের জয়সূচক গোলও করেন তিনি। তবে চোটের কারণে এরপর আর আর্জেন্টিনার হয়ে মাঠে নামা হয়নি তার।
×