ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:১৬, ১৪ অক্টোবর ২০১৬

টুকরো খবর

শ্রীনগরে চার ঘরে অগ্নিসংযোগ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শ্রীনগরে বিক্ষুব্ধ এলাকাবাসীর আগুনে চার বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার রাতে উপজেলার রাঢ়িখাল এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রাঢ়িখাল জেসি বোস স্কুল ও কলেজের ছাত্রীরা রাস্তা দিয়ে যাওয়ার সময় একই এলাকার মিয়াজউদ্দিন (৫৫) প্রায় দিনই উলঙ্গ অবস্থায় রাস্তায় দাঁড়িয়ে থাকেন। কিন্তু কোন পুরুষ লোককে দেখলে তিনি সঙ্গে সঙ্গে লুঙ্গি পরে ফেলেন। বিষয়টি একাধিক ছাত্রীর অভিভাবক স্থানীয় ইউপি সদস্য আঃ আউয়ালকে জানালে তিনি স্বেচ্ছাসেবক লীগ নেতা খোকনকে নিয়ে বুধবার এর প্রতিবাদ করেন। এ সময় মিয়াজদ্দিনের ছেলে উজ্জল তার বাবাকে বুদ্ধি প্রতিবন্ধী দাবি করে ক্ষিপ্ত হয়ে উঠেন এবং ধারালো দা দিয়ে খোকনকে আঘাত করেন। আহত অবস্থায় খোকনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এ খবর এলাকায় পৌঁছলে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে উঠে এবং ওই বাড়িতে গিয়ে চারটি ছাপড়া ঘরে আগুন ধরিয়ে দেন। এতে ঘর চারটি পুড়ে যায়। এ ঘটনায় রাতেই মিয়াজদ্দিনের স্ত্রী আছিয়া বেগম বাদী হয়ে শ্রীনগর থানায় মামলা দায়ের করেন। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মোতালেব শেখ, আজিজুল, মুনসুর আলী ও মিলন মাঝিকে আটক করে। সন্ত্রাসী হামলায় ইউপি সদস্যসহ আহত ৩ নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ১৩ অক্টোবর ॥ দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ হামলা চালিয়ে ইউপি সদস্যসহ তিনজনকে কুপিয়ে আহত করেছে। আহতরা হলেন- দৌলতপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক ও ৫ নম্বর ওয়ার্ডের সদস্য নাসিরুল ইসলাম, দুখিপুর গ্রামের জাহারুল ও হেকমত আলী। এ সময় ৪টি বোমা বিস্ফোরণ ঘটানো হয়। আহতদের রাজশাহী মেডিক্যালে ভর্তি করা হয়েছে। বুধবার রাত ৯ টার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতখালী গোডাউন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার নাসিরুল, জাহারুল ও হেকমত দৌলতপুর বাজার থেকে গ্রামে ফিরছিলেন। তারা দৌলতখালী গোডাউন বাজারের ইনছান মোড়ে পৌঁছলে একই গ্রামের সন্ত্রাসী হবি মেম্বর ও আয়ুবের নেতৃত্বে ১৫-২০ জনের একটি গ্রুপ রামদা, হাঁসুয়া, লাঠিসোটাসহ তাদের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা ইউপি সদস্য নাসিরুল, জাহারুল ও হেকমতকে রামদা দিয়ে মাথায় ও শরীরের অন্যান্য স্থানে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। আতহদের চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে হামলাকারীরা পরপর ৪টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টি করে পালিয়ে যায়। স্থায়ী নিয়োগ দাবিতে খনি শ্রমিকদের বিক্ষোভ স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ স্থায়ী নিয়োগের দাবিতে পার্বতীপুরে বড়পুকুরিয়ার কয়লা খনির শ্রমিকরা বিক্ষোভ সমাবেশ করেছে। বৃহস্পতিবার বেলা ১১টায় খনির প্রধান ফটকের সামনের রাস্তায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম রবি। সমাবেশে বক্তব্য রাখেন হাফিজুল ইসলাম প্রামানিক, আবু সুফিয়ান, এহসানুল হক সোহাগ, মোরসালিন রহমান, মানিক ম-ল, ওয়াজেদ আলী, শফিকুল ইসলাম প্রমুখ। নদী ভাঙ্গন রোধে বিক্ষোভ স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ রৌমারীতে নদী ভাঙ্গন রোধ করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রৌমারীবাসী। বৃহস্পতিবার বেলা ১১টায় রৌমারী নদী ভাঙ্গন প্রতিরোধ আন্দোলন বাস্তবায়ন কমিটির আয়োজনে কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, শিক্ষক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নেত্রীবৃন্দসহ সকল শ্রেণীর প্রায় ১০ হাজার লোক বাইটকামারী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল বের করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা চত্বরে রৌমারী নদী ভাঙ্গন প্রতিরোধ আন্দোলন বাস্তবায়ন কমিটির সভাপতি আব্দুল কাদের সভাপতিত্বে বক্তব্য দেন সংসদ সদস্য রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন, রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, বঙ্গবাসী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু প্রমুখ। আট লাখ মিটার কারেন্ট জাল জব্দ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ কোস্টগার্ডের বিশেষ অভিযানে বঙ্গোপসাগরের লক্ষ্মীপুর সংলগ্ন মেঘনা মোহনা এলাকা থেকে ৮ লাখ মিটার কারেন্ট জাল উদ্ধার করে পোড়ানো হয়েছে। অপরদিকে, চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত পুলিশী অভিযানে গ্রেফতার হয়েছে ৪০ আসামি। পুলিশ উদ্ধার করে প্রায় ২ হাজার ইয়াবা ট্যাবলেট ও ১৪০টি অশ্লীল সিডি। বৃহস্পতিবার ভোর পর্যন্ত ২৪ ঘণ্টায় এ অভিযান পরিচালিত হয়। কোস্টগার্ড সূত্রে জানানো হয়, ইলিশের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে মা ইলিশ ধরায় সরকারী নিষেধাজ্ঞা অমান্য করায় মেঘনা মোহনা এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয় ৮ লাখ মিটার কারেন্ট জাল। সিইপিজেডে অগ্নিকা- স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম ইপিজেড (সিইপিজেড) এলাকায় সংঘটিত অগ্নিকা-ে একটি তোয়ালে কারখানার গুদাম ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিকে ইপিজেড ৫ নম্বর সেক্টরে অবস্থিত মিতালী টেক্সটাইল লিমিটেড নামের কারখানায় এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। জানা যায়, আগুনের খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে দুটি গাড়ি অকুস্থলে ছুটে যায়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। চারতলা ভবনের ছাদে ছিল এ কারখানার গুদাম। আগুনে গুদামে সংরক্ষিত অনেক তোয়ালে পুড়ে যায়। বিড়ি-সিগারেটের অবশিষ্টাংশ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সাত ডাকাত গ্রেফতার স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ সরাইলে ডাকাতি করতে গিয়ে পুলিশের সঙ্গে ডাকাতদের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। একপর্যায়ে স্থানীয় জনতা ও পুলিশ ৭ ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়। বুধবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার অরুয়াইল এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার রাতে সংঘবদ্ধ একদল ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নৌকায় করে অরুয়াইল এলাকায় ডাকাতি করতে যায়। এ সময় স্থানীয়রা ডাকাতদের উপস্থিতি টের পেয়ে প্রতিহতের চেষ্টা চালায়। ডাকাতরা ফাঁকা গুলি ছোড়ে আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে অরুয়াইল ফাঁড়ির একদল পুলিশ নৌকাযোগে এসে ডাকাতদের ধাওয়া করে। ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। ডাকাত ও পুলিশের মধ্যে কিছুক্ষণ চলে গুলিবিনিময়। দুই ভারতীয় অপহরণকারী গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১৩ অক্টোবর ॥ মাছুম মিয়া ও কলিম মিয়া নামে অপহরণকারী ২ ভারতীয় নাগরিককে গ্রেফতার করে স্বপন রেজা নামে অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার করেছে র‌্যাব। বুধবার গভীর রাতে জেলার চৌদ্দগ্রাম উপজেলার লালারপুল এলাকা থেকে অপহৃত স্বপন রেজাকে উদ্ধার করা হয়। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে দুই অপহরণকারীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। স্কাউট সমাবেশ উদ্বোধন স্টাফ বিপোর্টার, নীলফামারী ॥ সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে জঙ্গীবাদের সৃষ্টি। ধর্মের নামে, ইসলামের নামে তরুণদের ভুল বুঝিয়ে জঙ্গী কর্মকা-ে নামানো হচ্ছে। কোন ধর্মে মানুষ হত্যার কথা বলে না। যারা মানুষ হত্যা করছে তারা কোন ধর্মের না। বৃহস্পতিবার ১১টার দিকে নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে পাঁচ দিনব্যাপী নীলফামারী জেলা সপ্তম কাব ক্যাম্পুরি, পঞ্চম স্কাউট সমাবেশ ও পঞ্চম রোভার মুট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক জাকীর হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেনÑ সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, পুলিশ সুপার জাকির হোসেন খান প্রমুখ। মা ইলিশ রক্ষায় মতবিনিময় স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের আধারা ইউনিয়নে মা ইলিশ রক্ষায় মতবিনিময় সভা হয়েছে। বুধবার সকালে চিতলিয়া বাজারে সাংবাদিক, হাট ইজারাদার ও মৎস্যজীবীদের নিয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহ্জাদা খসরু। আধারা উইনিয়ন যুবলীগ সভাপতি ও চিতলিয়া বাজার হাট ইজারাদার রিপন মাহমুদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাংবাদিক বেলাল হোসেন, সহকারী মৎস্য কর্মকর্তা জু-ধিষ্ঠীর রঞ্জন পাল, মৎস্য বিভাগের ইউনিয়ন প্রতিনিধি মোঃ মনির হোসেন প্রমুখ।
×