ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

উদ্ধার দাবিতে মানববন্ধন

ফিল্মিস্টাইলে প্রকৌশলীকে অপহরণ

প্রকাশিত: ০৬:১৬, ১৪ অক্টোবর ২০১৬

ফিল্মিস্টাইলে প্রকৌশলীকে অপহরণ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে গণপূর্ত অধিদফতরের বিভাগীয় কার্যালয় থেকে অপহৃত উপসহকারী প্রকৌশলী নফিজ আহম্মেদের খোঁজ মেলেনি দুই দিনেও। এদিকে অপহৃত প্রকৌশলীকে দ্রুত উদ্ধারের দাবিতে বৃহস্পতিবার মানববন্ধন করেছেন তার সহকর্মী ও পরিবারের সদস্যরা। বেলা সাড়ে ১১টায় গণপূর্ত অধিদফতরের রাজশাহী বিভাগীয় কার্যালয় চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর সিএ্যান্ডবি মোড় সংলগ্ন নিজ অফিসের প্রধান ফটকের সামনে থেকেই প্রকৌশলী নফিজ আহম্মেদকে অপহরণ করে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। জানা যায়, রাজশাহী নগরীর বালিয়াপুকুর এলাকার বাসিন্দা উপসহকারী প্রকৌশলী নফিজ আহম্মেদকে তার অফিসের সামনে থেকে মঙ্গলবার সন্ধ্যায় অপহরণ করে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। তাকে ধূসর রঙের একটি নম্বর-প্লেটহীন মাইক্রোবাসে তুলে নিয়ে যেতে দেখেছেন তার সহকর্মীরা। মাইক্রোবাসটি নগরীর লক্ষীপুর মোড়ের দিকে যেতে দেখেন কয়েক প্রত্যক্ষদর্শী। ফিল্মি স্টাইলের এই অপহরণের পরপরই গণপূর্ত বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা মাইক্রোবাসের পিছু নেন। কিন্তু তারা বেশিদূর এগোতে পারেননি। প্রকৌশলী অপহরণের বিষয়ে নগরীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আমান উল্লাহ জানান, অপহরণের ঘটনায় তার বাবা থানায় একটি মামলা করেছেন। মামলার পর থেকে পুলিশ সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে তাকে উদ্ধারের জন্য।
×