ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টুকরো খবর

প্রকাশিত: ০৬:১৪, ১৪ অক্টোবর ২০১৬

টুকরো খবর

সাত অপহরণকারী গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ১৩ অক্টোবর ॥ ফতুল্লার ভূঁইগড় এলাকায় বুধবার দুপুরে অভিযান চালিয়ে ডিবি পুলিশের পরিচয় দেয়া দুই নারীসহ অপহরণকারী চক্রের সাতজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে উদ্ধার করেছে এক জোড়া হ্যান্ডকাপ, একটি খেলনা পিস্তল ও বেশ কিছু ভিজিটিং কার্ড। গ্রেফতারকৃতরা হলোÑ বাছেদ আলম বাসার, তার ছয় সহযোগী সোহেল রানা, আসাদ উল্লাহ, আবু বক্কর সিদ্দিক, আরিফ, সোনিয়া ও রানী বেগম। খাবারে চেতনানাশক মিশিয়ে লুটের চেষ্টা নিজস্ব সংবাদদাতা , মাগুরা, ১৩ অক্টোবর ॥ সদর উপজেলার পথেরহাট গ্রামে খাবারে চেতনানাশক মিশিয়ে একটি পরিবারের ৭ সদস্যকে অজ্ঞান করে মালামাল লুটের চেষ্টা গ্রামবাসীর উপস্থিত বুদ্ধির কারণে ব্যর্থ হয়েছে। বৃহস্পতিবার ভোরে অচেতন অবস্থায় এক মহিলাসহ ৭ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেনÑ সন্তোষ বিশ্বাস (৭৫), সঞ্জিত বিশ্বাস (৪৫), সঞ্জয় বিশ্বাস (৩০), স্বপ্ন রানী বিশ্বাস (৩০), সাথী (৮), শুভ (১৫), সমির (৪)। এদের মধ্যে ৩ জনের জ্ঞান ফেরেনি। জানা গেছে, মাগুরা সদর উপজেলার পথেরহাট গ্রামে এক বাড়িতে দুর্বৃত্তরা বুধবার রাতে জানালার গ্রিল কেটে রান্না ঘরে প্রবেশ করে খাবারে চেতনানাশক ওষুধ মিশিয়ে রেখে যায়। পরিবারের ৭ সদস্য ওই খাবার খেয়ে অচেতন হয়ে পড়ে। এ সময় অজ্ঞান পার্টির সমস্যরা মালামাল লুট করার পরিকল্পনা করে। কিন্তু গ্রামবাসী বিষয়টি টের পেয়ে এগিয়ে আসে এবং অচেতনদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১৩ অক্টোবর ॥ মঙ্গলবার রাতে সদর উপজেলার মস্তফাপুর দীঘিরপাড় এলাকার জয়দেব কুমার দাস (৬২) নামে এক বিকাশ ও মোবাইল রিচার্জ ব্যবসায়ীকে কুপিয়ে আড়াই লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। জানা গেছে, মস্তফাপুর বাসস্ট্যান্ডের ব্যবসায়ী জয়দেব কুমার দাস মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে রিক্সাভ্যানে বাড়ির দিকে রওনা দেন। বাড়ির কাছাকাছি গিয়ে ভ্যান থেকে নামার পর পথে ওতপেতে থাকা কতিপয় দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় তার কাছে থাকা নগদ আড়াই লাখ টাকা, ১১টি নতুন মোবাইল সেট, ২০ হাজার টাকা মূল্যের বিভিন্ন মোবাইল কোম্পানির রিচার্জ কার্ড নিয়ে যায়। আহত ছাত্রীর মৃত্যু ॥ বিক্ষোভ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ টঙ্গীবাড়ি উপজেলার বেতকায় বাইক দুর্ঘটনায় আহত স্কুলছাত্রী সুমাইয়া আক্তার মারা গেছে। আট দিন পর ঢাকার একটি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় বুধবার মৃত্যুর কোলে ঢলে পড়ে। বেতকা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী সুমাইয়া। এ ঘটনার প্রতিবাদে সহপাঠীরা বিক্ষোভ মিছিল করেছে। গত ৫ অক্টোবর স্কুল থেকে বাড়ি ফেরার সময় বেতকা-ঢাকা সড়কের কান্দাপাড়া গ্রামের আবুল মেম্বারের বাড়ির কাছে তাকে মোটরবাইক চাপা দেয়। সুমাইয়া পার্শ্ববর্তী দক্ষিণ রায়পুরা গ্রামের সেকান্দর হাওলাদারের মেয়ে। অস্ত্রসহ যুবক আটক নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১৩ অক্টোবর ॥ লালপুরে একটি বিদেশী পিস্তল ও দুটি ম্যাগজিনসহ শরিফুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার নুরুল্লাপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক শরিফুল একই গ্রামের মৃত্য হারান মোল্লার ছেলে। জানা গেছে, একই গ্রামের তৌহিদুল ইসলামের বাড়ি থেকে শরিফুল ইসলামকে অস্ত্রসহ আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তৌহিদুল পালিয়ে যায়। শিশু ধর্ষিত ॥ কিশোর কারাগারে স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ পঞ্চগড়ে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে হৃদয় নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে ওই কিশোরের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন। রাতেই পুলিশ তাকে গ্রেফতার করে। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। মামলার এজাহারে বলা হয়, গত ৮ অক্টোবর বিকেলে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মালিপাড়া এলাকায় সাড়ে তিন বছরের ওই শিশুকে ধর্ষণ করা হয়। প্রতিবেশী নাসির উদ্দিন ওরফে ভেলার ছেলে হৃদয় (১৩) চকোলেট দেয়ার প্রলোভন দেখিয়ে তাকে টয়লেটে নিয়ে ধর্ষণ করে। আওয়ামী লীগে যোগদান নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর, ১৩ অক্টোবর ॥ তমিজউদ্দিন, মোঃ কাওসার ও আনোয়ারুলের নেতৃত্বে বিএনপির তিন শতাধিক স্থানীয় নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। সিঙ্গিমারী কাজিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বুধবার বিকেলে যোগদান অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান এমপি ফুলের তোড়া দিয়ে যোগদানকারীদের বরণ করে নেন। পরে মন্ত্রী এই শিক্ষাপ্রতিষ্ঠানটি উদ্বোধন করে এলাকার উন্নয়ন প্রসঙ্গে সংক্ষিপ্ত বক্তব্য দেন। উপস্থিত ছিলেন পার্বতীপুর আওয়ামী লীগের সভাপতি মোঃ হাফিজুল ইসলাম প্রামাণিক, সম্পাদক মোঃ রেজাউল করিম, কৃষক লীগের সভাপতি হামিদুল ইসলাম, রামপুর ইউনিয়ন সভাপতি হুমায়ুন কবীর প্রমুখ। কিশোরগঞ্জ নিজস্ব সংবাদদাতা কিশোরগঞ্জ থেকে জানান, হাওড় অধ্যুষিত ইটনা উপজেলায় বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। রাষ্ট্রপতির জ্যেষ্ঠ ছেলে স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিকের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে ইটনা সদর ইউনিয়নের নয়াবাড়ি গ্রামের ওমর ফারুক ও বাদল মিয়ার নেতৃত্বে বিএনপির ৪৫ নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন। মঙ্গলবার রাতে উপজেলার বেড়িবাঁধ এলাকায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হামিদুর রহমান ঠাকুর। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খলিল রহমানসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিদ্যুতস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, শাহজাদপুর, সিরাজগঞ্জ, ১৩ অক্টোবর ॥ শাহজাদপুরে বিদ্যুতস্পৃৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার সকাল পৌরশহরের দারিয়াপুর গ্রামের মানিক শেখের স্ত্রী শাপলা খাতুন (২৬) নিজঘরে বিদ্যুস্পৃষ্ট হন। স্থানীয়রা চিকিৎসকের কাছে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোরে টানা বৃষ্টিতে বিদ্যুতের তার ছিঁড়ে ঘরের টিনের সাথে লেগে থাকায় পুরো ঘর বিদ্যুতায়িত হয়। টিনের সাথে হাত দিলে তিনি বিদ্যুতস্পৃৃষ্ট হয়ে মারা যায়। নিহত শাপলা খাতুন পাবনার সাঁথিয়া উপজেলার মনসুর আলীর কন্যা। নদীতে পড়ে শ্রমিকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ১৩ অক্টোবর ॥ সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনি এলাকায় কাঁচপুর ল্যান্ডিং স্টেশনে জাহাজ থেকে গমের বস্তা খালাস করার সময় শীতলক্ষ্যা নদীতে পড়ে রবিউল ইসলাম (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ১০টায়। পুলিশ জানায়, রবিউল ইসলাম জাহাজ থেকে গমের বস্তা খালাস করার সময় পা পিছলে সিঁড়ি থেকে শীতলক্ষ্যা নদীতে পড়ে যায়। পরে তার সহকর্মীরা থানায় খবর দিলে পুলিশ গিয়ে পানি থেকে তার লাশ উদ্ধার করে। হেরোইনসহ দুই বিক্রেতা গ্রেফতার স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ গোদাগাড়ীতে ১০ লাখ টাকা মূল্যের হেরোইনসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। বুধবার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এরা হলো, রাজশাহী নগরীর দড়িখড়বোনা এলাকার মোখলেসুর রহমানের ছেলে স্বপন ও নওগাঁর রানীনগর থানার চকাদিল গ্রামের আব্বাস আলী ম-লের ছেলে বকুল হোসেন। পুলিশ জানায়, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য অধিদফতরের (ক) সদস্যরা উপজেলার বিজয়নগর মোড়ে যাত্রীবাহী ভ্যানে তল্লাশি করে দুই জনের কাছে ৫০ গ্রাম করে ১০০ গ্রাম হেরোইনসহ তাদের গ্রেফতার করে। আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর গোদাগাড়ী মডেল থানায় সোপর্দ করা হয়। মদপানে একজনের মৃত্যু স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নগরীর রাজারহাতা এলাকায় বিষাক্ত মদপানে প্রভাত কুমার (৪০) নামের একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। একই ঘটনায় সুখেন (৪৫) নামে আরও একজন অসুস্থ হয়ে রামেক হাসপাতালে ভর্তি রয়েছে। সে একই এলাকার কাশিনাথের ছেলে। সুখেনের স্ত্রী শোভা জানান, বুধবার রাতে প্রভাত ও সুখেন মদপান করেন। পরে দুজনই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। রাত ২টার দিকে তাদের রামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই সকাল ৮টার দিকে মারা যায় প্রভাত। বোমা ও অস্ত্র উদ্ধার নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ১৩ অক্টোবর ॥ দামুড়হুদা উপজেলার দুধপাতিলা গ্রামের মোকামতলা আম বাগান থেকে পুলিশ পরিত্যক্ত অবস্থায় তিনটি শক্তিশালী বোমা, হেসো দা ও সাঁড়াশি উদ্ধার করেছে। বুধবার বেলা ১১টার দিকে দামুড়হুদা থানা পুলিশ বোমা ও ধারালো অস্ত্রগুলো উদ্ধার করে। গ্রামবাসী ও পুলিশ জানায়, বড় দুধপাতিলা গ্রামের ঠা-ু মিয়ার বাগানের ভিতর দিয়ে কৃষকরা মাঠে যাচ্ছিল। এ সময় একটি ব্যাগ পরে থাকতে দেখে। ব্যাগটি খুলে বোমা দেখতে পায়। ফিলিং স্টেশন উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৩ অক্টোবর ॥ বুধবার বেলা সাড়ে ১১টায় সাপাহার উপজেলার নিশ্চিন্তপুর মোড়ে থ্রি স্টার ফিলিং স্টেশনের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে ফিলিং স্টেশনের উদ্বোধন করেন সাধন চন্দ্র মজুমদার এমপি। ফিলিং স্টেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ইসাহাক আলী মাস্টারের সভাপতিত্বে এ সময় সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শামসুল আলম শাহ চৌধুরী, পোরশা উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী, দিঘীরহাট কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুন নুর, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাজেদুল আলম। লাঠিখেলা প্রতিযোগিতা স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ বুধবার সকালে ঈশ^রদী শেরশাহ রোডে আশুরা উপলক্ষে আয়োজন করা হয় গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা। এ সময় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রায় দুই ঘণ্টাব্যাপী লাঠিখেলা অনুষ্ঠিত হয়। পাঁচটি দল খেলায় অংশ নেয়। প্রত্যেক দলের খেলোয়াড়রা নিজ নিজ অবস্থানে থেকে তাদের পারদর্শিতা প্রদর্শন করেন। ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি প্রধান অতিথি হিসেবে লাঠিখেলা উপভোগ করেন। ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ৫০ হাজার টাকা পুরস্কার দেন।
×