ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

খুলনায় ক্লিংকারবাহী কার্গোডুবি

প্রকাশিত: ০৬:১৪, ১৪ অক্টোবর ২০১৬

খুলনায় ক্লিংকারবাহী  কার্গোডুবি

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা মহানগরী সংলগ্ন রূপসা নদীতে ডুবে গেছে ৭৬০ মেট্রিক টন ক্লিংকার বোঝাই ‘এম ভি টুঙ্গিপাড়া’ নামের একটি কার্গো জাহাজ। জাহাজটির মালিক শেখ জালাল উদ্দিন রুবেল। বুধবার দুপুরের পরে জাহাজটি ডুবোচরে তলা ফেটে ডুবে যায় বলে জানা গেছে। খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌপরিবহন মালিক গ্রুপের মহাসচিব এ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম জানিয়েছেন, মংলার হাড়বাড়িয়া এলাকায় অবস্থানরত একটি জাহাজ থেকে সিমেন্ট তৈরির কাঁচামাল ক্লিংকার নিয়ে এমভি টুঙ্গিপাড়া কার্গোটি খুলনার রূপসা এলাকায় অবস্থিত সুংচিং সিমেন্ট ফ্যাক্টরির উদ্দেশে রওনা হয়। সিমেন্ট ফ্যাক্টরির কাছাকাছি পৌঁছানোর পর তলা ফেটে কার্গোটি ডুবে যায়। উদ্ধার কাজে কিছুটা সময় লাগবে বলে তিনি জানান।
×