ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

প্রকাশিত: ০৬:১৪, ১৪ অক্টোবর ২০১৬

শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ময়মনসিংহ, ১৩ অক্টোবর ॥ গফরগাঁওয়ে এক কিন্ডারগার্ডেন স্কুলের অধ্যক্ষের বিরুদ্ধে ওই স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রীকে (১২) যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। নির্যাতিতা শিশুটির মা বৃহস্পতিবার দুপুরে এ ঘটনার বিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেছেন। জানা যায়, গফরগাঁও পৌরশহরের শিশু শিক্ষা প্রতিষ্ঠান আদর্শ শিশু নিকেতনের অধ্যক্ষ আব্দুস ছাত্তার অনেকদিন যাবত ওই মেয়েটিকে তার কোচিং সেন্টারে পড়ার জন্য নানাভাবে চাপ দিয়ে আসছিল। গত জুলাই মাসে মেয়েটির অভিভাবক মেয়েটিকে অধ্যক্ষ ছাত্তারের বাসায় পরিচালিত ‘অর্নিবাণ কোচিং’ সেন্টারে ভর্তি করে দেয়। গত ৯ অক্টোবর কোচিং ছুটির পর সব ছাত্র-ছাত্রীকে বিদায় করে অতিরিক্ত ক্লাসের কথা বলে অধ্যক্ষ ছাত্তার মেয়েটিকে থাকতে বলে। এ সময় অধ্যক্ষ ছাত্তার মেয়েটিকে জড়িয়ে ধরে এবং শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। মেয়েটি কাঁদতে কাঁদতে বাড়ি এসে ঘটনাটি তার মাকে জানায়। মেয়েটি তার অভিভাবকদের আরও জানায় ইতোপূর্বেও অনেকবার অধ্যক্ষ আব্দুস ছাত্তার তাকে সবার পরে ছুটি দিয়ে অশ্লীল কথাবার্তা বলেছে। অধ্যক্ষ আব্দুস ছাত্তার অভিযোগ অস্বীকার করে বলেন, কোচিংয়ে ইচ্ছা করে সবার শেষে তাকে ছুটি দেইনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ শঙ্কর কু-ু বলেন, অভিযোগ পেয়েছি। থানা পুলিশকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে।
×