ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শিক্ষিকা হত্যা ফাঁসির রায় দ্রুত কার্যকর দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৬:১৪, ১৪ অক্টোবর ২০১৬

শিক্ষিকা হত্যা ফাঁসির রায় দ্রুত কার্যকর দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ আগৈলঝাড়া উপজেলার স্কুল শিক্ষিকা শারমিন হত্যার প্রধান ঘাতকের বিরুদ্ধে আদালতের ফাঁসি রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে বুধবার সকালে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। নিহত শিক্ষিকার ৫ম মৃত্যুবার্ষিকীতে নিহতের পরিবার ও শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে আগৈলঝাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। অনুষ্ঠিত সমাবেশে নিহত স্কুল শিক্ষিকা শারমিন জাহান সুমুর পিতা সরদার শাহজাহান ও স্বামী সেনা সদস্য মোঃ সোহেল তালুকদার তাদের বক্তব্যে উল্লেখ করেন, ২০১১ সালের ১২অক্টোবর স্কুল থেকে ফেরার পথে শিক্ষিকা শারমিনকে স্থানীয় আবুল মোল্লা উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করে। এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং সেল ওই সময় ‘চাঞ্চল্যকর হত্যা মামলা’ হিসেবে মামলাটি মনিটরিং করেন। ফলে ২০১২ সালের ১০ জানুয়ারি বিজ্ঞ আদালত ঘাতক আবুলের ফাঁসির দ-াদেশের রায় ঘোষণা করে। ওই রায়ের বিরুদ্ধে আসামিপক্ষ হাইকোর্টে আপীল করলে গত পাঁচ বছরেও মামলাটি শুনানির জন্য কার্য তালিকায় আসেনি।
×