ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

প্রকাশিত: ০৬:১৪, ১৪ অক্টোবর ২০১৬

কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ১৩ অক্টোবর ॥ পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত নিহত হয়েছে। নিহতের নাম আক্তারুল ওরফে ব্রিটিশ (৩০)। মঙ্গলবার গভীর রাতে কুষ্টিয়া-মেহেরপুর মহাড়কের মিরপুর উপজেলার নিমতলায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত আক্তারুল উপজেলার সদরপুর ইউনিয়নের বড়বাড়ীয়া গ্রামের শামসুল হকের ছেলে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি সাটার গান, দুই রাউন্ড রাইফেলের গুলি ও হাসুয়াসহ ধারালো অস্ত্র উদ্ধারের দাবি করেছে। মিরপুর থানা পুলিশ সূত্র জানায়, কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর উপজেলার নিমতলা মাঠে কয়েকজন ডাকাত সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। গোপন সূত্রে এ খবর পেয়ে রাত ৩টার দিকে মিরপুর থানা পুলিশের একটি টহল দল সেখান উপস্থিত হয়। এ সময় ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি ছুড়লে উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। এক পর্যায়ে ডাকাতরা পালিয়ে গেলে ঘটনাস্থল তল্লাশি করে গুলিবিদ্ধ আক্তারুলকে উদ্ধার করা হয়। আহত অবস্থায় তাকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×