ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাইসাইকেলে টেকনাফ থেকে তেঁতুলিয়ায় রুবেল

প্রকাশিত: ০৬:১৪, ১৪ অক্টোবর ২০১৬

বাইসাইকেলে টেকনাফ থেকে তেঁতুলিয়ায় রুবেল

স্টাফ বিপোর্টার, নীলফামারী ॥ রুবেল মিয়া (৩৫)। বাইসাইকেলে দেশ ভ্রমণের উদেশ্যে বের হয়েছেন তিনি। নিজের ‘ইচ্ছাশক্তি’ আর ‘মনোবল’ এই দুইটিকে এক করে দেশের তরুণ সমাজ যে কোন উদ্যোগ গ্রহণ করলে তা যে সফল হতে বাধ্য, মূলত তা প্রমাণ করতেই তার এ বাইসাইকেলে দেশ ভ্রমণের উদ্দেশ্য। বৃহস্পতিবার ভোরে তিনি নীলফামারী ও সৈয়দপুর হয়ে রংপুরে পাড়ি জমান। রংপুর এদিন রাত্রীযাপন শেষে রুবেল বগুড়ার পথে রওনা দেবেন। রুবেল সাংবাদিকদের জানান, এর আগে গত ১১ অক্টোবর তিনি দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা জিরোপয়েন্ট থেকে বেলা ১১টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে বাইসাইকেলে যাত্রা শুরু করেছেন। এরপর পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা শহরে পৌঁছেন বিকেল ৫টায়। সেখানে রাত্রীযাপন শেষে পরের দিন ভোর ৫টায় যাত্রা করে সকাল সাড়ে ৭টায় নীলফামারী হয়ে সৈয়দপুর শহরে পৌঁছেন। বুধবার সৈয়দপুরে রাত্রীযাপন শেষে বৃহস্পতিবার সকালে বাইসাইকেল চালিয়ে রংপুরের পথে রওনা দেন। এছাড়া রুবেল গত ১০ সেপ্টেম্বর দুপুর ২টায় কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন থেকে বাইসাইকেলে দেশ ভ্রমণের উদ্দেশ্যে প্রথম যাত্রা শুরু করেন তিনি। পরে কক্সবাজার লিংক রোড, চট্টগ্রামের পটিয়া, মহিপাল হয়ে ১৩ সেপ্টেম্বর রাত ১১টায় ঢাকার মোহাম্মদপুরে পৌঁছেন। এরপর তিনি বাসযোগে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় যান। পরবর্তীতে সেখান থেকে পুনরায় বাইসাইকেলে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। রুবেল ঢাকায় একটি বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত। তার বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার নন্দীবাড়ী গ্রামে।
×