ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নাগরপুরে ১০ টাকার চাল ব্যবসায়ীদের কাছে বিক্রি ॥ বিক্ষোভ

প্রকাশিত: ০৬:১৩, ১৪ অক্টোবর ২০১৬

নাগরপুরে ১০ টাকার চাল ব্যবসায়ীদের কাছে বিক্রি ॥ বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১৩ অক্টোবর ॥ টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় দুই দফায় সরকার নির্ধারিত ১০ টাকা কেজির চাল বিতরণের জন্য উত্তোলিত ৪৮ টনের মধ্যে ৪৫টনই সুবিধাভোগীদের মাঝে বিতরণ না করে ব্যবসায়ীদের কাছে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। অবশিষ্ট ৩ টন চাল ইউনিয়ন পরিষদে রয়ে গেছে। এ ঘটনায় কার্ডধারীরা বিক্ষোভ করেছে। নাগরপুর উপজেলার পাকুটিয়া ইউনিয়ন পরিষদে চাল বিতরণ কেন্দ্রে দেখা যায়, ১০ টাকার চাল ব্যবসায়ীদের কাছে বিক্রির খবর ছড়িয়ে পড়লে কার্ডধারীরা ইউনিয়ন পরিষদ ঘেরাও করে বিক্ষোভ করে। এ সময় তারা তাদের কার্ড হাতে নিয়ে নিজেদের প্রাপ্য পেতে বিক্ষুব্ধ হয়ে ওঠে। পরে উপজেলা খাদ্য কর্মকর্তা মাহমুদ হোসেনের নেতৃত্ব থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। এ সময় উপজেলা খাদ্য কর্মকর্তার নেতৃত্বে পুলিশ ইউনিয়ন পরিষদ চাল বিতরণ কেন্দ্রের চাল জব্দ করার চেষ্টা করলে স্থানীয় এমপি খন্দকার আব্দুল বাতেনের হস্তক্ষেপে পিছিয়ে আসতে বাধ্য হয়। তবে ঘটনার পরপরই স্থানীয় চাল ব্যবসায়ী আবুল কাশেম ঘটনাস্থলে পৌঁছে চাল ক্রয়ের কথা স্বীকার করে। এ ঘটনা ধামাচাপা দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এমপি খন্দকার আব্দুল বাতেনের বিরুদ্ধে। বিক্ষোভকারী পুকুরিয়া গ্রামের ফজল মিয়ার ছেলে জামাল মিয়া (৩০) জানান, আমাদের নামে সরকারের বরাদ্দকৃত ১০ টাকা মূল্যের চাল আমাদের না দিয়ে ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিয়েছে সংশ্লিষ্ট ডিলার আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন মোহন এবং বিএনপি নেতা সাইফুল ইসলাম। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, প্রথমবার চাল দেয়ার কথা বলে সকলের কাছ থেকে কার্ড জমা নিয়ে চাল না দিয়েই চাল বিতরণ করার কথা উল্লেখ করে কার্ডে ভুয়া স্বাক্ষর করে ফেরত দেয়া হয়। আর এভাবেই বিতরণের জন্য নির্ধারিত ৩২ টন চাল আত্মসাত করা হয়েছে। প্রথম দফার ১৬ টনের মধ্যে ১৩ টন চালই উপজেলা থেকে ডিলারদের কাছে বিক্রি করে দিয়েছে বলেও অভিযোগ করেন তারা। নাগরপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিস সূত্রে জানা যায়, প্রথমবার এক হাজার ৫৬ কার্ডধারীর জন্য চাল উত্তোলন করা হয় ৩২টন। দ্বিতীয়বার প্রথম দফায় চাল উত্তোলন করা হয় আরো ১৬ টন। এ নিয়ে ইউনিয়নের সুবিধাভোগী কার্ডধারীদের মাঝে বিতরণের জন্য মোট ৪৮টন চাল উত্তোলিত হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ ইলাহী বলেন, আমি বিষয়টি শুনেছি। কিন্তু সরকারী একটি প্রশিক্ষণে ঢাকায় অবস্থান করায় আমি ঘটনাস্থলে যেতে পারিনি।
×