ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্রিটিশ রাজকীয় বিমানবাহিনীর এ্যারোবেটিকস দলের শাহজালালে যাত্রাবিরতি

প্রকাশিত: ০৬:০৯, ১৪ অক্টোবর ২০১৬

ব্রিটিশ রাজকীয় বিমানবাহিনীর  এ্যারোবেটিকস  দলের শাহজালালে যাত্রাবিরতি

ব্রিটিশ রাজকীয় বিমানবাহিনীর ১২টি হক টি-১ এবং একটি সি-১৩০ বিমান নিয়ে ব্রিটিশ এ্যারোবেটিকস দল যা রেড এ্যারোজ নামেও পরিচিত বৃহস্পতিবার দুপুরে ঢাকায় এসে পৌঁছেছে। যাত্রাবিরতির উদ্দেশ্যে এ্যারোবেটিকস দলটি কলকাতা থেকে উড্ডয়ন করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে অবতরণের পূর্বে বিমানগুলো আকাশে মনোমুগ্ধকর ‘ফরমেশন পাস’ প্রদর্শন করে। যাত্রাবিরতিকালে ব্রিটিশ রাজকীয় বিমানবাহিনীর এ্যারোবেটিকস দলের সদস্যদের সঙ্গে বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরী এবং বিমানবাহিনীর উর্ধতন কর্মকর্তাগণ কুশলবিনিময় ও মতবিনিময় করেন। এ সময় ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেক উপস্থিত ছিলেন। পরে তারা ব্রিটিশ রাজকীয় বিমানবাহিনীর এ্যারোবেটিকস দলের সদস্যদের সঙ্গে ফটোসেশনে অংশগ্রহণ করেন। এ ট্রানজিট সুবিধা গ্রহণের পর তারা একই দিন বিকেলে থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ট্রানজিটের প্রাক্কালে বাংলাদেশ বিমানবাহিনীর টারমাক, কুর্মিটোলা থেকে বিমানগুলো রিফুয়েল করে। Ñআইএসপিআর
×