ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

এনডিসিতে ‘বাংলাদেশের

বৈদেশিক নীতি এবং ভিশন ২০৪১ বাস্তবায়নের রূপরেখা’ বিষয়ক সেমিনার

প্রকাশিত: ০৬:০৮, ১৪ অক্টোবর ২০১৬

 বৈদেশিক নীতি এবং  ভিশন ২০৪১  বাস্তবায়নের রূপরেখা’  বিষয়ক সেমিনার

ঢাকার মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) মিলনায়তনে বৃহস্পতিবার ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি), বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের (বিইআই) যৌথ উদ্যোগে দিনব্যাপী এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের বিষয় ছিলÑ ‘বাংলাদেশের বৈদেশিক নীতি এবং ভিশন ২০৪১ বাস্তবায়নের রূপরেখা।’ সাবেক রাষ্ট্রদূত ও বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ফারুক সোবহান সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী সকালে সেমিনারের উদ্বোধন করেন। কলেজের সিনিয়র ডাইরেক্টিং স্টাফ এয়ার ভাইস মার্শাল এম সানাউল হক সেমিনার সঞ্চালন করেন। প্রধান অতিথি তার সমাপনী বক্তৃতায় বাংলাদেশের বৈদেশিক নীতি বাস্তবায়নের গুরুত্ব, সীমাবদ্ধতা এবং সম্ভাব্যতা সর্ম্পকে আলোকপাত করেন। Ñআইএসপিআর
×