ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চালু হলো ‘বিডি পুলিশ হেল্প লাইন’

প্রকাশিত: ০৬:০৮, ১৪ অক্টোবর ২০১৬

চালু হলো ‘বিডি পুলিশ হেল্প লাইন’

স্টাফ রিপোর্টার ॥ যে কোন অপরাধ ও অপরাধী সম্পর্কে তথ্য সরাসরি সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে পাঠানোর জন্য ‘বিডি পুলিশ হেল্প লাইন’ (ইউ চড়ষরপব ঐবষঢ় খরহব) নামে একটি এ্যাপস চালু হয়েছে। এতে যে কোন ঘটনা সম্পর্কে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্রুত তথ্য পাবেন এবং সেবা দিতে পারবেন। বৃহস্পতিবার দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এ্যাপসটির উদ্বোধন করে এসব কথা বলেন বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। আইজিপি বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনগণকে দ্রুত পুলিশী সেবা প্রদানের লক্ষ্যে এই এ্যাপসটি চালু করা হয়েছে। তথ্য প্রদানকারী ঘটনার সঙ্গে সম্পর্কিত যে কোন ছবি, ভিডিও এবং রেকর্ড পাঠাতে পারবেন। বার্তাটি ওসিকে দেয়া হলেও সক্রিয়ভাবে তথ্য সংশ্লিষ্ট জেলার সহকারী পুলিশ সুপার (সার্কেল), পুলিশ সুপার, রেঞ্জের ডিআইজি ও পুলিশ সদর দফতরে স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে। মহানগর পুলিশের ক্ষেত্রে জোনের এসি, ডিসি ও কমিশনারের কাছে চলে যাবে এ তথ্য। এতে সংশ্লিষ্ট উর্ধতন পুলিশ কর্মকর্তা অভিযোগের তথ্যের গুরুত্ব অনুযায়ী ব্যবস্থা নিতে তাৎক্ষণিক নির্দেশনাও দিতে পারবেন। আইজিপি শহীদুল হক বলেন, এ্যাপসটি মাধ্যমে তদারককারী কর্মকর্তা তথ্য প্রদানকারীর তথ্যের ওপর নেয়া ব্যবস্থা সরাসরি মনিটরিং এবং এ সংক্রান্ত প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করতে পারবেন। এ বিষয়ে জেলার এসপি ও মেট্রোপলিটন পুলিশের ডিসি গৃহীত ব্যবস্থার নিয়মিত মনিটরিং করবেন। এ্যাপসটি এড়ড়মষব ঢ়ষধু ংঃড়ৎব এ পাওয়া যাবে। খুব শীঘ্রই অঢ়ঢ়ষব ধঢ়ঢ় ংঃড়ৎব এ পাওয়া যাবে। যে কোন এ্যানড্রয়েড মোবাইল ফোন অথবা আইফোন ব্যবহারকারীরা এ এ্যাপসটি ডাউনলোড করে রেজিস্টার্ড অথবা এ্যানড্রয়েড ইউজার হিসেবে ব্যবহার করতে পারবেন। আইজিপি বলেন, এটি জনগণ ও পুলিশের মধ্যে আন্তঃযোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করবে। প্রয়োজনে পুলিশ তথ্য প্রদানকারীর সঙ্গে যোগাযোগের জন্য বিস্তারিত তথ্য চাইতে পারবে। তথ্য প্রদানকারী তার অভিযোগের ওপর নেয়া পদক্ষেপ দেখতেও পারবেন এবং একই সঙ্গে নেয়া পদক্ষেপ পুলিশের সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তারাও দেখতে পারবেন। এতে পুলিশের সেবা প্রদান ও কাজের গতি বাড়বে। অনুষ্ঠানে পুলিশের অতিরিক্ত আইজিপি (এ্যাডমিন) মোঃ মোখলেছুর রহমান, ফাতেমা বেগম, মোঃ মঈনুর রহমান চৌধুরী, ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া, অতিরিক্ত ডিআইজি (আইসিটি) ব্যারিস্টার হারুন অর রশিদসহ পুলিশ হেডকোয়ার্টার্সের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ্যাপসটি ব্যবহারের জন্য সারাদেশের ৬৩৩টি থানার ওসিদের স্মার্টফোন ব্যবহারের নির্দেশ দেয়া হয়েছে বলে জানান আইজিপি। প্রয়োজনে তাদের স্মার্ট ফোন সরবরাহ করা হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে ও তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশে নাগরিক সেবা সম্প্রসারণ করার জন্য এ এ্যাপসের উদ্বোধন করা হয়েছে বলেও জানান আইজিপি।
×