ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গজারিয়ায় ওরিয়ন নির্মাণ করছে ৬৩৫ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুত কেন্দ্র

প্রকাশিত: ০৬:০২, ১৪ অক্টোবর ২০১৬

গজারিয়ায় ওরিয়ন নির্মাণ করছে ৬৩৫ মেগাওয়াট কয়লাভিত্তিক  বিদ্যুত কেন্দ্র

পরিবেশগত সমীক্ষা প্রতিবেদন স¤পন্ন হওয়ার পর মুন্সীগঞ্জের গজারিয়ায় শুরু হবে ৬৩৫ মে.ও. কয়লাভিত্তিক বিদ্যুত কেন্দ্র নির্মাণের কাজ। ওরিয়ন গ্রুপ প্রকল্পটি বাস্তবায়ন করছে। গত ২১ এপ্রিল বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ড এবং ওরিয়ন গ্রুপ প্রকল্পের বাস্তবায়ন বিদ্যুত ক্রয় চুক্তি স্বাক্ষর করেছে। প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে ওরিয়ন গ্রুপ আইপিপি প্রকল্পটি বাস্তবায়নের সুযোগ পেয়েছে। ‘ওরিয়ন পাওয়ার ইউনিট-২ ঢাকা লিমিটেড’ নামে কয়লাভিত্তিক প্রকল্পটি ‘ধাল্ট্রা সুপার ক্রিটিক্যাল তাপবিদ্যুত’ প্রযুক্তিতে তৈরি হবে। ওরিয়ন গ্রুপ ইতোমধ্যে প্রকল্পটির উল্লেখযোগ্য অগ্রগতি নিশ্চিত করেছে। মূল যন্ত্রসমূহ যেমন বয়লার, টারবাইন এবং জেনারেটর সরবরাহের বিষয়ে জেনারেল ইলেক্ট্রিক কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। প্রকল্পটি পরিবেশ অধিদফতর থেকে অবস্থানগত ছাড়পত্র এবং পরিবেশগত প্রভাব সমীক্ষার অনুমোদন পেয়েছে। পরিবেশগত সমীক্ষা প্রতিবেদন প্রণয়নের অংশ হিসেবে বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার মেঘনাঘাটে অবস্থিত ওরিয়ন পাওয়ার মেঘনাঘাট লিমিটেড সংলগ্ন মাঠে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। স্থানীয় জনপ্রতিনিধি, সরকারী-বেসরকারী কর্মকর্তাসহ এলাকার সর্বস্তরের জনগণ এতে অংশগ্রহণ করে এবং প্রকল্প ও পরিবেশবিষয়ক মূল্যবান মতামত বিনিময় করেন। পরিবেশগত সমীক্ষা প্রতিবেদন স¤পন্ন হওয়ার পর প্রকল্পটির নির্মাণ কাজ পুরোদমে আরম্ভ হবে। উল্লেখ্য, মুন্সীগঞ্জের গজারিয়াতে প্রকল্পটি বাস্তবায়নের জন্য ইতোপূর্বেই জমি ক্রয় সম্পন্ন হয়েছে। Ñবিজ্ঞপ্তি
×