ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রামে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক পরিবারের তিনজনের মৃত্যু

প্রকাশিত: ০৫:৫২, ১৪ অক্টোবর ২০১৬

কুড়িগ্রামে বিদ্যুতস্পৃষ্ট  হয়ে এক পরিবারের  তিনজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ ভূরুঙ্গামারী জয়মনিরহাট ইউনিয়নের খাশিরভিটা গ্রামে বিদ্যুতস্পৃষ্ট হয়ে একই পরিবারের মা, ছেলে ও পুত্রবধূর মৃত্যু হয়েছে। এলাকাবাসী জানান, বুধবার রাত ১০টার দিকে বিদ্যুত লাইনের তার ছিঁড়ে গেলে ওই গ্রামের আজিজার রহমানের ছেলে সাইফুর রহমান (২৫) সংযোগ ঠিক করতে গিয়ে তারে জড়িয়ে যান। তার স্ত্রী মমতাজ (২৩) তাকে বাঁচাতে গিয়ে নিজেও আটকে গেলে আজিজার রহমানের স্ত্রী ছবিরন (৪২) দৌড়ে গিয়ে তাদের শরীর স্পর্শ করলে তিনিও আটকে যান। এতে ঘটনাস্থলে মারা যান মা, ছেলে ও পুত্রবধূ। এ ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ইউপি সদস্য বারেক আলী জানান, নিহত সাইফুরের আড়াই বছর বয়সী একটি মেয়ে রয়েছে। তার নাম সুমাইয়া। বাড়ি ৮ শতক জমি ছাড়া তাদের কোন সম্বল নেই। আজিজার ও তার ছেলে সাইফুর ঢাকা, ফেনীসহ বিভিন্ন এলাকায় কাজ করেন। এলাকাবাসী জানান, পল্লী বিদ্যুত সমিতির ১৩০ ফুটের বাইরে সংযোগ দেয়ার নিয়ম না থাকায় পল্লী বিদ্যুত সমিতির কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে তিনটি টিন দিয়ে ছাপরা বানিয়ে আজিজার রহমান বাড়ির কিছু দূরে সংযোগ নিয়ে নিজ বাড়িতে বিদ্যুত নেয়। তার হিসাব নম্বর ৭০৫/২১০০। ঝুঁকিপূর্ণ তার দিয়ে ৬ মাস ধরে বিদ্যুত ব্যবহার করে আসছিলেন। এ কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে এলাকাবাসী জানান। ভুুরুঙ্গামারী পল্লী বিদ্যুত অফিসের এজিএম মোঃ খোরশেদ আলম জানান, আজিজারের নতুন বাড়িতে কিছুদিন আগে সংযোগ নেয়া হয়েছে। কিছুদিনের মধ্যে তাদের এই বাড়িতে ওঠার কথা ছিল। ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ জিয়া লতিফুল ইসলাম জানান, এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
×