ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

লিবিয়ায় পাচারকালে শাহ আমানত থেকে ৩৯ জন আটক

প্রকাশিত: ০৫:৫১, ১৪ অক্টোবর ২০১৬

লিবিয়ায় পাচারকালে শাহ আমানত থেকে ৩৯ জন আটক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ভুয়া ভিসা দিয়ে লিবিয়া গমনের মতো ঘটনা ঘটছে। সরকারের পক্ষ থেকে এবং উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও অভিযোগ উঠেছে চট্টগ্রাম বিমানবন্দরের ইমিগ্রেশন সেন্টারের এডিসি আরেফিন জুয়েল, সহকারী কমিশনার পলাশ কান্তি ও কনস্টেবল (অবৈধ ক্যাশ কালেক্টর) ছবিরুলের যোগসাজশে চলছে এ ধরনের মানব পাচার। ট্রাভেল এজেন্সি ও দালাল চক্র মোট ১৩০ জনকে লিবিয়ায় পাচারের অর্থ লেনদেন করলেও ২১ জন লিবিয়ার উদ্দেশে গমন করে বুধবার রাতে। এমন অভিযোগের ভিত্তিতে র‌্যাব সেভেনের একাধিক ইন্টেলিজেন্স টিম চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর নজরদারি বাড়িয়ে দেয়। বুধবার রাত সাড়ে ১২টায় দুবাইগামী এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে আরও ৩৯ জন এবং পরবর্তী আরেকটি ফ্লাইটে ৭০ জন দুবাই হয়ে লিবিয়ায় যাওয়ার কথা ছিল। র‌্যাবের পক্ষ থেকে ইমিগ্রেশন সেন্টারে এমন অভিযোগ উত্থাপন করা হলে প্রথমে এডিসি ও এসির পক্ষ থেকে বিষয়টি উড়িয়ে দেয়া হয় এবং সঠিকভাবে ইমিগ্রেশন পাস করার বিষয়টি নিশ্চিত করা হয়। এরপরও বিমানবন্দরে থাকা অন্যান্য গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপের কারণে ইমিগ্রেশন পাস করা ১৯ জনের পাসপোর্ট ও ভিসা পরীক্ষা করার পর ইমিগ্রেশন কর্মকর্তাদের মানব পাচারের বিষয়টি ফাঁস হয়ে যায়। পরবর্তীতে ইমিগ্রেশন সেন্টারে প্রবেশের অপেক্ষায় থাকা আরও ২০ জনকে আটক করা হয় বিমানবন্দরের লাউঞ্জ থেকে।
×