ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

লাইফসাপোর্ট ছাড়াই শ্বাস-প্রশ্বাস নিচ্ছে খাদিজা

প্রকাশিত: ০৫:৫০, ১৪ অক্টোবর ২০১৬

লাইফসাপোর্ট ছাড়াই  শ্বাস-প্রশ্বাস নিচ্ছে খাদিজা

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সন্ত্রাসী বদরুলের চাপাতির কোপে গুরুতর আহত কলেজছাত্রী খাদিজা এবার লাইফসাপোর্ট ছাড়াই শ্বাস-প্রশ্বাস নিতে পারছে। বৃহস্পতিবার বিকেলে খাদিজার বড়ভাই শারনান আল শাহীনের কাছে খাদিজার সর্বশেষ শারীরিক অবস্থা জানতে চাইলে তিনি এমনটি জানান। তিনি বলেন, খাদিজাকে ২৪ ঘণ্টা লাইফসাপোর্ট থেকে বের করে এখন পর্যবেক্ষণে রাখা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে তার শারীরিক অবস্থা কী বা কতটুকু উন্নতির দিকে, তা পর্যবেক্ষণ করা হচ্ছে। এদিকে ঢাকার স্কয়ার হাসপাতালের মেডিসিন এ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের এ্যাসোসিয়েট মেডিক্যাল ডিরেক্টর ডাঃ মির্জা নাজিমউদ্দিন বলেন, খাদিজার শারীরিক অবস্থার আশানুরূপ উন্নতি হচ্ছে। তার বেঁচে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে গেছে। এদিকে খাদিজার ওপর হামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ছাতক উন্নয়ন পরিষদ সিলেটের উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। কলেজছাত্রী খাদিজার ওপর হামলাকারী বদরুলের ফাঁসির দাবিতে সিলেটের বিশ্বনাথে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদরের বাসিয়া সেতুর ওপর বিশ্বনাথ বন্ধু সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ওই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
×