ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জয় ও ববির পর

জয় ও ববির পর আওয়ামী লীগের কাউন্সিলর হলেন রেহানা ও পুতুল

প্রকাশিত: ০৫:৪৭, ১৪ অক্টোবর ২০১৬

 জয় ও ববির পর আওয়ামী লীগের  কাউন্সিলর হলেন রেহানা ও পুতুল

বিশেষ প্রতিনিধি ॥ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের কাউন্সিলর হিসেবে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও অন্তর্ভুক্ত করা হয়েছে। অবশ্য কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য হিসেবে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা পদাধিকার বলেই দলের ২০তম সম্মেলনে কাউন্সিলর হবেন। এদিকে সজীব ওয়াজেদ জয় ও রেদওয়ান মুজিব সিদ্দিক ববির পর এবার আওয়ামী লীগের সম্মেলনে কাউন্সিলর হলেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা ও প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের পক্ষ থেকে এ দু’জনসহ মোট ১৬৮ জন কাউন্সিলরের তালিকা কেন্দ্রীয় কমিটির কাছে জমা দেয়া হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ জানান, ‘এবারের সম্মেলনে ঢাকা মহানগর দক্ষিণের ১৬৮ জন কাউন্সিলরের তালিকা কেন্দ্রে জমা দিয়েছি। সম্মান করে আমরা এ তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা এবং সায়মা ওয়াজেদ পুতুলকে কাউন্সিলর করেছি। তাদের মহানগর দক্ষিণের কাউন্সিলর করতে পেরে আমরা গর্বিত।’ আগামী ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হবে। সম্মেলনে ৬ হাজার ৫৭০ জন কাউন্সিলর অংশ নেবেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী প্রতি ২৫ হাজার নাগরিকের জন্য একজন কাউন্সিলর মনোনীত হন। এছাড়া দলের কেন্দ্রীয় কার্যানির্বাহী সংসদের সদস্যরা পদাধিকার বলে এবং সহযোগী সংগঠনের নির্দিষ্ট সংখ্যক সদস্য কাউন্সিলর হন। সম্মেলনে নেতৃত্ব নির্বাচনের ক্ষমতা কাউন্সিলরদের হাতেই থাকে। তাদের ভোটেই কমিটি গঠিত হয়। বঙ্গবন্ধু পরিবার থেকে এবার জাতির পিতার দুই কন্যা শেখ হাসিনা, শেখ রেহানা এবং তিন নাতি-নাতনি মিলিয়ে মোট ৫ জন কাউন্সিলর হিসেবে সম্মেলনে যোগ দেবেন। সচিব কামাল চৌধুরীর লেখা ও বাপ্পার সুরে কাউন্সিলের থিম সং চূড়ান্ত ॥ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কামাল আবদুল নাসের চৌধুুরীর লেখা আওয়ামী লীগের এবারের সম্মেলন সঙ্গীতে সুর দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার। আগামী ২২ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে ২০তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে শোনা যাবে ‘এখন সময় বাংলাদেশের, এখন সময় আমাদের’ গানটি। দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে শুনে গানটি সম্মেলনের ‘থিম সং’ হিসেবে চূড়ান্ত করেছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি জানান, সংস্কৃতি উপ-কমিটির আহ্বায়ক সংস্কৃতি বিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর, সদস্য সচিব চয়ন ইসলাম, লিয়াকত আলী লাকীসহ একটি প্রতিনিধি দল ‘থিম সং’টি শেখ হাসিনাকে শুনিয়েছেন। শুনে এই গানটিই তিনি সম্মেলনের জন্য চূড়ান্ত করেছেন। এই থিম সংয়ে বাঙালী জাতির ইতিহাস-ঐতিহ্য ফুটে উঠবে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ৪০ জন শিল্পী একসঙ্গে গানটি গাইবেন। তার সঙ্গে নৃত্য পরিবেশন করবেন ৫০ শিশুসহ ৯০ শিল্পী।
×