ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঝলক

প্রকাশিত: ০৫:৪৫, ১৪ অক্টোবর ২০১৬

ঝলক

জয়ললিতাকে নিয়ে কাটজুর স্ট্যাটাস ভারতের তামিলনাড়ু রাজ্যের গুরুতর অসুস্থ মুখ্যমন্ত্রী জয়ললিতাকে নিয়ে ফেসবুকে বিস্তারিত স্ট্যাটাস দিয়েছেন প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার চেয়ারম্যান বিচারপতি মার্কান্ডি কাটজু। তিনি লিখেছেন, ২০০৪ সালে জয়ললিতা যখন প্রথমবারের মতো রাজ্যের মুখ্যমন্ত্রী হন মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে তার শপথ তিনি পড়িয়েছিলেন। এছাড়াও তিনি আরও লিখেছেন, তরুণ বয়স থেকেই তিনি অভিনেত্রী জয়ললিতার একজন ভক্ত ছিলেন। ফুসফুসের সমস্যা নিয়ে জয়ললিতা গত মাসের ২২ তারিখ থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি বুধবার মুখ্যমন্ত্রী হিসেবে দায়দায়িত্ব অর্থমন্ত্রী ও পান্নিরসেলভামের কাছে অর্পণ করেছেন। বিচারপতি কাটজু অকপটে ফেসবুকে লিখেছেন, ‘আজও তাকে আকর্ষণীয় লাগে এবং আজও আমি তাকে ভালবাসি। রূপালী পর্দা থেকে রাজনীতিতে এসেও যারা সফল হয়েছেন তাদেরই একজন জয়ললিতা। তিনি আজ অসুস্থ। আশা করি ‘তিনি দ্রুত সেরে উঠবেন এবং কাজে ফিরবেন।’ ওই পোস্টে কাটজু জয়ললিতার সঙ্গে তার দু’টি বিশেষ সাক্ষাতের অভিজ্ঞতার কথা উল্লেখ করেছেন। একটি ঘটনা মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে তাঁর শপথ অনুষ্ঠানের। দ্বিতীয়টি, যখন তিনি প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার চেয়ারম্যান। কাটজুর দাবি, ওই দু’বারই সৌজন্যের আবহে তাঁর সঙ্গে কথা হয়েছিল তামিলনাডুর মুখ্যমন্ত্রীর। একটি ছবিও ফেসবুকে দিয়েছেন কাটজু। সেই ছবিতে টেবিলের এক দিকে তিনি, অন্য দিকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে সেই নারী। পরনে সবুজ শাড়ি। জয়ললিতা। কাটজু ছবিটার ক্যাপশন করেছেন, ‘শেরনি আওর শের’।-ইন্ডিয়ান এক্সপ্রেস যুক্তরাষ্ট্রের চেয়ে চীনে বিলিয়নিয়ার বেশি বিলিয়নিয়ার বা বছরে ১শ’ কোটি ডলার বা তদূর্ধ উপার্জনকারীদের সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে চীন। ফোর্বস সাময়িকীর দেয়া তথ্যমতে, চীনে বিলিয়নিয়ারের সংখ্যা এখন ৫৯৪ জন। অন্যদিকে যুক্তরাষ্ট্রে এই সংখ্যা ৫৩৫। চীনের ধনীদের মধ্যে শীর্ষে আছেন ডালিয়ান ওয়ান্ডা গ্রুপের কর্ণধার ওয়াং জিয়ানলিন (৩২.১ বিলিয়ন ডলার)। দ্বিতীয় স্থানে আছেন আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা। জ্যাকের সম্পত্তি গত এক বেড়েছে ৪১ শতাংশ। তার মোট সম্পত্তির পরিমাণ ৩০.৬ বিলিয়ন ডলার। ফোর্বস সাময়িকীতে গত ১৮ বছর ধরে বিশ্বের শীর্ষ ধনীদের তালিকা প্রকাশিত হয়ে এসেছে। বিলিয়নিয়ারের সংখ্যার দিক থেকে চীন যে যুক্তরাষ্ট্র্রকে ছাড়িয়েছে চলতি বছর আরও আগের দিকে এই সম্পর্কিত একটি রিপোর্টেও এ কথা বলা হয়েছিল। হুরুন গ্রুপের তৈরি এই প্রতিবেদনে দেখানো হয়েছে চীনের রিয়েল এস্টেট শিল্প সম্প্রতি ফুলে ফেঁপে যথেষ্ট পরিপুষ্ট হয়েছে। হুরুন গ্রুপের চেয়ারম্যান রুপার্ট হুগওয়ার্ফ বলেছেন, বিলিয়নের সংখ্যা বৃদ্ধি থেকে ধারণা পাওয়া যায় যে চীনের অর্থনীতি এখন শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়েছে। চীনের বেশিরভাগ বিলিয়নিয়ারের বসবাস শেনঝেন, সাংহাই ও হাংঝু শহরে। সংখ্যার দিক থেকে চীনে বিলিয়নিয়ারের সংখ্যা বেশি হলেও অর্থ সম্পদের মোট পরিমাণের দিক থেকে মার্কিন বিলিয়নিয়াররা অবশ্য স্পষ্ট ব্যবধানে এগিয়ে আছেন। - বিবিসি
×