ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নির্বাচন ’১৯ সালে বুলেটে নয়, ব্যালটে সরকার বদল হবে ॥ আওয়ামী লীগ

প্রকাশিত: ০৫:৪৪, ১৪ অক্টোবর ২০১৬

নির্বাচন ’১৯ সালে বুলেটে নয়, ব্যালটে সরকার বদল হবে ॥ আওয়ামী লীগ

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের সিনিয়র নেতা-মন্ত্রীরা বিএনপিকে উদ্দেশ করে বলেছেন, বুলেটে নয়, সরকার পরিবর্তন হবে ব্যালটে। তাই আগামী নির্বাচন হবে ২০১৯ সালে শেখ হাসিনার নেতৃত্বে। বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে দলটি মুসলিম লীগের মতো চিরতরে বিলীন হয়ে যাবে। বৃহস্পতিবার দলটির কেন্দ্রীয় জাতীয় সম্মেলন উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি এবং প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখতে গিয়ে তারা এসব কথা বলেন। বিকেলে বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় শ্রমিক লীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রাপূর্ব সমাবেশে আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, আগামী নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী-সমর্থককে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিএনপি যদি আগামী নির্বাচনে না আসে তবে হারিকেন দিয়েও তাদের আর খুঁজে পাওয়া যাবে না। মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালে শ্রমিকদের ওপর গুলি চালিয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর শ্রমিকদের সব দাবি মেনে নিয়েছেন। এজন্য শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে। তিনি বলেন, শেখ হাসিনা দেশের উন্নয়ন করছেন, দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এ কারণে আগামী নির্বাচনে আমাদের বিজয়ী হতে হবে এবং আমরা বিজয়ী হবই। সে লক্ষ্য নিয়ে আপনাদের উন্নয়ন সহায়ক শক্তি হিসেবে কাজ করতে হবে। জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেনÑ আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সংগঠনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু, সংগঠনের নেতা আব্দুস সালাম খান, হাবিবুর রহমান আকন্দ প্রমুখ। সমাবেশ শেষে একটি সুসজ্জিত শোভাযাত্রা বঙ্গবন্ধু এ্যাভিনিউ থেকে শুরু হয়ে জিরো পয়েন্ট, পুরানা পল্টন মোড় ঘুরে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি এবারও ঘোষণাপত্রে থাকবেÑ শেখ সেলিম ॥ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য এবং সম্মেলন সফল করতে গঠিত ঘোষণাপত্র উপ-কমিটির আহ্বায়ক সাবেক স্বাস্থ্যমন্ত্রী শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, সরকার পরিবর্তন বুলেটে নয়, ব্যালটে হবে। আর যুদ্ধাপরাধীদের বিচারের কথাটি বরাবরের মতো এবারও আমাদের ঘোষণাপত্রে থাকবে। দেশে একজন যুদ্ধাপরাধী থাকা পর্যন্ত তার বিচার হবে। বৃহস্পতিবার ধানম-ির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ঘোষণাপত্র উপ-কমিটির বৈঠকে তিনি আরও বলেন, বাংলাদেশকে আত্মনির্ভরশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলার দিকনির্দেশনাসহ চূড়ান্ত হতে যাচ্ছে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের ঘোষণাপত্র। এ ঘোষণাপত্রের আলোকে আওয়ামী লীগের আগামী নির্বাচনের ইশতেহার তৈরি করা হবে। শেখ সেলিম বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্য আয়ের দেশ এবং ২০৪১ সালে উন্নত সমৃদ্ধশালী দেশে পরিণত করার জন্য গৃহীত দশটি মেগা প্রকল্পের ঘোষণা থাকবে। এটা বাস্তবায়ন হবে ২০৪০ সালের মধ্যে, যা সম্পন্ন হলে দেশের অর্থনৈতিক ভিত মজবুত হবে। তিনি বলেন, আওয়ামী লীগের এ ঘোষণাপত্রে সামাজিক নিরাপত্তার কথা রাখা হয়েছে। সমাজে ধনী-দরিদ্রের বৈষম্য দূর এবং সরকারের গৃহীত পদক্ষপের কথাও উল্লেখ থাকবে। বৈঠকে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ডাঃ দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফরিদুন্নাহার লাইলী প্রমুখ উপস্থিত ছিলেন। মোসাহেবি-চামচামি করে ক্ষতি করবেন নাÑ সেতুমন্ত্রী ॥ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে গঠিত দফতর উপ-কমিটির বৈঠকে নেতাকর্মীদের উদ্দেশে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দলের জাতীয় সম্মেলনে আমরা কেউ কারও প্রতিদ্বন্দ্বী নই। কেউ প্রার্থী নই। প্রার্থী দাঁড় করিয়ে কোন নেতার পক্ষে মোসাহেবি-চামচামি করে তার ক্ষতি করবেন না। নেত্রী কাকে কোন পদে রাখবেন সেটা কি আপনি জানেন? আর ওই ব্যক্তি যদি আপনার কাক্সিক্ষত পদ না পেয়ে থাকেন, তাহলে তো আপনি ভিকটিম হয়ে যাবেন। সম্মেলনের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, সম্মেলনের প্রস্তুতির প্রায় ৭৫ শতাংশ শেষ হয়েছে। আগামী ১৯ অক্টোবরের মধ্যে আমাদের সকল কাজ সম্পন্ন হবে, যা একটি টিমওয়ার্কের মাধ্যমেই হচ্ছে। আশা করি শেখ হাসিনার নেতৃত্বে আমরা জাতিকে একটি সফল সম্মেলন উপহার দিতে যাচ্ছি। তিনি বলেন, সম্মেলন উপলক্ষে আমাদের সকল প্রকার সাজসজ্জার কাজ প্রায় শেষপর্যায়ে, যা শুধু নগরের নয়; উপজেলা পর্যন্ত করা হচ্ছে। বৈঠকে উপস্থিত ছিলেনÑ দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, ড. আব্দুস সোবহান গোলাপ, আব্দুল মান্নান খান, ফরিদুন্নাহার লাইলী, সুজিত রায় নন্দী, একেএম এনামুল হক শামীম, আমিনুল ইসলাম আমিন প্রমুখ।
×