ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাবাডি বিশ্বকাপ ভারতের কাছে হারল বাংলাদেশ

প্রকাশিত: ০৮:২৬, ১২ অক্টোবর ২০১৬

কাবাডি বিশ্বকাপ ভারতের কাছে হারল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ শুক্রবার থেকে ভারতের আহমেদাবাদে শুরু হয়েছে ১২ জাতি কাবাডি বিশ্বকাপ। শনিবার নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৫২-১৮ পয়েন্টে হারিয়ে শুভসূচনা করলেও গ্রুপ ‘এ’ তে নিজেদের দ্বিতীয় ম্যাচে হেরে গেছে বাংলাদেশ। মঙ্গলবার রাতে অনুষ্ঠিত খেলায় শক্তিশালী ও স্বাগতিক ভারতের কাছে তারা ৫৭-২০ পয়েন্টের বড় ব্যবধানে হার মানে। বিজয়ী দল ম্যাচের প্রথমার্ধে এগিয়ে ছিল ২৭-১০ পয়েন্টে। ৩ ম্যাচে এটা ভারতের দ্বিতীয় জয়। ম্যাচের শুরুতে বাংলাদেশ মোটামুটি ভালই খেলে। একপর্যায়ে দু’দলেরই স্কোর ছিল ৪-৪ পয়েন্ট। কিন্তু এরপর থেকেই ছন্দপতন শুরু হয় লাল-সবুজদের। প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের উচ্চতা, ক্ষিপ্রতা ও কৌশলের কাছে আর পেরে ওঠেনি তারা। ভারতীয় দলের খেলোয়াড়দের বাংলাদেশ দলের খেলোয়াড়দের সঙ্গে ম্যাচে বেশ কবারই অখেলোয়াড়সুলভ আচরণ করে। প্রথম ম্যাচে তারা দক্ষিণ কোরিয়ার কাছে হারে, দ্বিতীয় ম্যাচে হারায় অস্ট্রেলিয়াকে। ১১ পয়েন্ট নিয়ে তারা আছে ‘এ’ গ্রুপের শীর্ষ স্থানে। পক্ষান্তরে ২ ম্যাচে এটা বাংলাদেশের প্রথম হার। ৫ পয়েন্ট নিয়ে তারা আছে ৬ দলের মধ্যে চতুর্থ স্থানে। বাংলাদেশের পরের ম্যাচ ১৩ অক্টোবর, রাত সাড়ে ৯টায়, দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে।
×