ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নিরাপত্তা পরিস্থিতি দেখতে আসছে জাপানের প্রতিনিধি দল

প্রকাশিত: ০৮:২৫, ১২ অক্টোবর ২০১৬

নিরাপত্তা পরিস্থিতি দেখতে আসছে জাপানের প্রতিনিধি দল

বিডিনিউজ ॥ নিরাপত্তা পরিস্থিতি দেখতে জাপানের একটি প্রতিনিধি দল শীঘ্রই বাংলাদেশে আসছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। সোমবার ব্যাঙ্ককে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে এক বৈঠকে জাপানের পার্লামেন্টারি ভাইস মিনিস্টার কিয়োশি ওদাওয়ারা প্রতিনিধি দল পাঠানোর বিষয়টি জানান। গত ১ জুলাই ঢাকার গুলশানে জঙ্গী হামলায় যে ২০ জন নিহত হয়েছিলেন, তাদের মধ্যে সাতজন ছিলেন জাপানের নাগরিক। তারা জাইকার পরামর্শক হিসেবে ঢাকার মেট্রোরেল প্রকল্পে কাজ করছিলেন। হলি আর্টিজান বেকারিতে ওই হামলার ঘটনার পর সরকার গুলশানের কূটনৈতিকপাড়া এবং বিদেশী নাগরিকদের নিরাপত্তা জোরদার করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাপানী প্রতিমন্ত্রীকে বলেছেন, তার দেশের প্রতিনিধিদলকে স্বাগত জানাতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে। এশিয়া কো-অপারেশন ডায়ালগের (এসিডি) পার্শ্ব আয়োজনে তাদের মধ্যে এই বৈঠক হয় বলে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
×