ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টুকরো খবর

প্রকাশিত: ০৬:২২, ১২ অক্টোবর ২০১৬

টুকরো খবর

বাউফলে ভোজ বর্জন করলেন চীফ হুইপ...! নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১১ অক্টোবর ॥ জামায়াত নিয়ন্ত্রিত একটি মাদ্রাসায় দুপুরের ভোজ বর্জন করেছেন চীফ হুইপ আসম ফিরোজ এমপি। জানা গেছে, চীফ হুইপ আসম ফিরোজের সরকারী সফরের অংশ হিসেবে মঙ্গলাবার সকালে বাউফলের নাজিরপুর ইউনিয়নের ধানদী গ্রামে বিদ্যুত সংযোগ লাইনের উদ্বোধন এবং একই ইউনিয়নের নিমদী বাজার হতে বাকলা বাজার পর্যন্ত রাস্তা পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা ছিল। ওই সময় চীফ হুইপ ও তাঁর সফর সঙ্গীদের নাজিরপুর ইউপি কার্যালয় দুপুরের ভোজের কথা ছিল। চীফ হুইপ জানতেন, ওই ইউপির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম ফারুকের সৌজন্যে এ ভোজ অনুষ্ঠান হবে । তিনি জানতেন না এ ভোজের আয়োজন করেছেন জামায়াত নিয়ন্ত্রিত ধানদী ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ শহিদুল ইসলাম। প্রায় লাখ টাকা ব্যয় করে তৈরি করা হয় নানা ধরনের ভর্তা, কয়েক প্রকার মাছ, খাসি, গরুর মাংস, ডাল ও ফিরনি। এ বিষয়টি চীফ হুইপ জানার পর ওই খাবার বর্জন করেন। উল্লেখ্য, ধানদী ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম জামায়াতের একজন পরামর্শক। তাঁর ছেলে মোজাহিদুল ইসলাম বাউফল উপজেলা শিবিরের সাবেক সভাপতি। বিদ্যুতস্পৃষ্টে যুবকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ১১ অক্টোবর ॥ মঙ্গলবার সকালে ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের উত্তর সৈয়দবস্তা গ্রামে বিদ্যুতস্পৃষ্টে শামীম হোসেন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শামীম হোসেন উত্তর সৈয়দবস্তা গ্রামের মৃত মোতালেব ভূঞার ছেলে। সে দীর্ঘদিন ধরে গ্রামে ইলেক্ট্রিশিয়ানের যকাজ করত। জানা গেছে, বেলা ১১টায় পাশের বাড়িতে বিদ্যুতের কাজ করতে গিয়ে হঠাৎ বিদ্যুতস্পৃষ্ট হলে গুরুতর আহত অবস্থায় তাকে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। শিশুকে ধর্ষণের চেষ্টা নিজস্ব সংবাদদাতা, সাভার, ১১ অক্টোবর ॥ সাভারে এক শিশুকে ধর্ষণের চেষ্টা করেছে এক বখাটে যুবক। মঙ্গলবার সকাল আটটার দিকে পৌর এলাকার কর্ণপাড়া মহল্লায় ব্যবসায়ী টিপুর বাড়িতে এ ঘটনা ঘটে। জানা গেছে, ১০ বছরের ওই শিশু কর্ণপাড়া মহল্লায় টিপুর বাড়ির একটি কক্ষে মা-বাবার সঙ্গে থাকে। এদিন সকালে বাসায় কেউ না থাকায় শিশুটিকে প্রতিবেশী জুয়েল নামের এক বখাটে যুবক তার কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে। এ ঘটনার পর থেকে ওই বখাটে যুবক পলাতক। মাথাভাঙ্গায় ডুবে শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ১১ অক্টোবর ॥ দৌলতপুরে মাথাভাঙ্গা নদীতে ডুবে জাফর আলী (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ওই গ্রামের জামাল হোসেনের ছেলে জাফর আলী প্রতিবেশী শিশু-কিশোরদের সঙ্গে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া মাথাভাঙ্গা নদীতে গোসল করতে যায়। নদীর কিনারে গোসল করার সময় সে পানিতে তলিয়ে যায়। পরে এলাকার লোকজন নদীতে তল্লাশি চালিয়ে প্রায় ১ ঘণ্টা পর তার মৃতদেহ উদ্ধার করে। খুনের অভিযোগে বড়ভাই গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ১১ অক্টোবর ॥ গভীর রাতে ছুরিকাঘাত করে ছোট ভাইকে খুন করার দায়ে চট্টগ্রামের পটিয়ায় বড় ভাই গ্রেফতার হয়েছেন। তার নাম লিয়াকত আলী (৩৩)। সে উপজেলার পশ্চিম হাইদগাঁও গ্রামের নাজিম উদ্দিনের পুত্র। মঙ্গলবার দুপুরে পটিয়া থানা পুলিশ নগরীর দুই নম্বর গেট এলাকা থেকে খুনী লিয়াকতকে গ্রেফতার করেন। পুলিশ জানান, গত ২ সেপ্টেম্বর উপজেলার পশ্চিম হাইদগাঁও গ্রামের নাজিম উদ্দিনের পুত্র লিয়াকত মদ্যপান করে তার ছোট ভাই আজগরকে ছুরিকাঘাত করে খুন করে। শহীদ নজরুলের ম্যুরাল নির্মাণের দাবি নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১১ অক্টোবর ॥ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন বাধ্যতামূলক ও কিশোরগঞ্জ রেলস্টেশন চত্বরে শহীদ সৈয়দ নজরুল ইসলামের ম্যুরাল নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে জেলা ছাত্রলীগের প্রজন্ম যোদ্ধা ক’জন আয়োজিত এ কর্মসূচীতে নানা শ্রেণী পেশার লোকজন অংশ নেয়। জেলা ছাত্রলীগ নেতা নূর খান রিমনের সভাপতিত্বে মানববন্ধনে সংহতি প্রকাশ করেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আসাদ উল্লাহ, জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের আহ্বায়ক এ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাহাত শিশির, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শাকির আহমেদ, জেলা বঙ্গবন্ধু যুব পরিষদের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, ছাত্রলীগ নেতা সুমন পাল, শাকিল আহমেদ, রায়হান ইসলাম নিলয় প্রমুখ। ফেনসিডিলসহ ইউপি সদস্য গ্রেফতার স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ ফুলবাড়ী উপজেলায় ৭০ বোতল ফেনসিডিলসহ ইউপি সদস্য এবং অপর এক মাদক বিক্রেতাকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে। দিনাজপুর ডিবি পুলিশের এসআই বজলুর রশিদ জানান, দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকার রেল স্টেশন সড়ক থেকে সোমবার রাতে গোয়েন্দা পুলিশ ৭০ বোতল ফেনসিডিলসহ ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য জাকারিয়া জাকির ও মাদক বিক্রেতা রবিউল আউয়ালকে গ্রেফতার করে। রবিউল পুলিশ সদস্য মৃত মাহাতাব উদ্দীনের পুত্র। এ্যাসিড নিক্ষেপকারী আটক স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ মঙ্গলবার বিকেলে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মানিকনগর গ্রাম থেকে এ্যাসিড নিক্ষেপের অভিযোগে আমিনুর ইসলামকে গ্রেফতার করেছে। সে মানিকনগর গ্রামের ঘন্টু মিয়ার ছেলে। পুলিশ জানায়, গত ৩ সেপ্টেম্বর রাতে একই গ্রামের রফিকুল ইসলামের মেয়ের ঘরে জানালা দিয়ে এ্যাসিড নিক্ষেপ করা হয়। ঘাঘর নদীতে নৌকাবাইচ নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ১১ অক্টোবর ॥ কোটালীপাড়ায় ঘাঘর নদীতে বিজয়া দশমী উপলক্ষে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে এবং স্ট্যান্ডার্ড ব্যাংকের সার্বিক সহযোগিতায় ও ঘাঘর বাজার বণিক সমিতির ব্যবস্থাপনায় এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় এর উদ্বোধন করেন প্রধান অতিথি আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য ও স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহ্মদ। বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ মোহম্মদ আব্দুল্লাহ এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোকলেসুর রহমান সরকার, পুলিশ সুপার এসএম এমরান হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ রুহুল আমীন, কোটালীপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম হুমায়ূন কবির ও সহ-সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, পৌরসভার মেয়র এইচএম অহিদুল ইসলাম ও সাবেক উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাসসহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যগণ, স্থানীয় বিভিন্ন ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাইচ শেষে প্রতিযোগী নৌকাগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় অংশ নেয়া প্রতিটি নৌকাকে পুরস্কার হিসেবে প্রধানমন্ত্রী প্রদত্ত একটি করে টেলিভিশন প্রদান করা হয়। জামাতার ছুরিকাঘাতে শাশুড়ি হাসপাতালে নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ১১ অক্টোবর ॥ বন্দর উপজেলার মদনগঞ্জের লক্ষারচর এলাকায় জামাতা রলি খানের ছুরিকাঘাতে শাশুড়ি ফরিদা বেগম (৪৫) গুরুতর আহত হয়েছে। বর্তমানে আহত শাশুড়ি আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় জামাতার পিতা ফিরোজ খান ও তার বড় ভাই রাজু খানকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর থেকে রলি খান পলাতক রয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে মামলা দায়ের করা হয়েছে। মামলা বাদী ও আহত শাশুড়ির পরিবারের সদস্যরা জানায়, মদনগঞ্জ লক্ষারচর এলাকার ফিরোজ খানের মেজো ছেলে রলি খানের সঙ্গে ৮ মাস পূর্বে একই এলাকার দুলাল মোল্লার মেয়ে মেহেরুন নেছার বিয়ে হয়। বিয়ের পর মেহেরুন নেছা জানতে পারে তার স্বামী মাদকাসক্ত। এ কারণে সে স্বামীর সংসার ত্যাগ করার সিদ্ধান্ত নেয়। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলে আসছে। সোমবার রাতে জামাতা রলি খান জোর করে স্ত্রীকে পিত্রালয় থেকে নিজ বাড়ি আনতে গেলে ঝগড়ায় লিপ্ত হয়। ঝগড়ার এক পর্যায়ে রলি খান তার শাশুড়ি ফরিদা বেগমের পেটে ৫টি ছুরিকাঘাত করলে তার পেটের নাড়িভুঁড়ি বেরিয়ে আসে। পরে গুরুতর আহত শাশুড়ি ফরিদা বেগমকে দ্রুত নারায়ণগঞ্জের ৩০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। তার অবস্থা আশঙ্কাজনক। ওসি ও এসআইকে অপসারণ দাবিতে বিক্ষোভ স্টাফ বিপোর্র্টার, নীলফামারী ॥ জেলার কিশোরীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিজবুল্লাহ রহমান ডালিমকে লাঞ্ছিত করার অভিযোগে থানার ওসি বজলুর রশীদ ও এসআই রায়হান আলীর অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ছাত্রলীগ। মঙ্গলবার দুপুরে বিক্ষোভ মিছিলটি উপজেলা শহরের সাবরেজিস্টার কার্যালয়ের সামনে থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ওই কার্যালয়ের সামনের সড়ক অবরোধ করে সমাবেশ করে। এ সময় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে ওই সড়কে। উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিজবুল্লাহ রহমান ডালিম, ছাত্রলীগের সাবেক সভাপতি শাহ মোহাম্মদ আবুল কালাম, উপজেলা যুবলীগের সভাপতি ফণিভূষণ মজুমদার, সাধারণ সম্পাদক বিপুল চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেক লীগের সভাপতি প্রতিরাম রায় প্রমুখ। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিজবুল্লাহ রহমান অভিযোগ করে বলেন, সোমবার সন্ধ্যায় উপজেলার পুটিমারী পূজা ম-পে কোন কারণ ছাড়াই ছাত্রলীগ কর্মী বাবলা মিয়াকে মারধর করেন পুলিশ। ওই মারধরের ঘটনার প্রতিবাদ করে আমি কারণ জানতে চাইলে কিশোরীগঞ্জ থানার ওসি বজলুর রশীদ বাবলাসহ আমাকে থানায় যেতে বলেন। আমি রাত সাড়ে ১২টার দিকে থানায় গেলে ওসি এবং উপ-এসআই রায়হান আলী আধা ঘণ্টা আটকিয়ে রেখে আমাকে শারীরিক নির্যাতন করেন। চা বাগানের ডাক বাংলোতে ডাকাতি নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ১১ অক্টোবর ॥ মঙ্গলবার ভোরে হবিগঞ্জের বাহুবলে রশিদপুর চা-বাগান ডাক বাংলোতে ডাকাতি হয়েছে। ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, ক্রেডিট কার্ড, মোবাইল সেট, আসবাবপত্রসহ একটি প্রাইভেট কার লুট করে। এ সময় বাগানের ৩ জন নৈশপ্রহরী এবং ব্যবস্থাপক পরিবারের সদস্যদের মারধর করা হয়। পুলিশ ও বাগান কর্তৃপক্ষ জানান, বাগানের ব্যবস্থাপক সৈয়দ সালেহ উদ্দিন তার পরিবারের সদস্যদের নিয়ে এই ডাক বাংলোয় বসবাস করছেন। সোমবার রাত তারা ঘুমুতে বিছানায় শুয়ে পড়েন। মঙ্গলবার ভোর ১৫/১৬ জনের একদল সশস্ত্র মুখোশ পরিহিত ডাকাত বাগানের ৩ নৈশপ্রহরীকে বাইরে বেঁধে রেখে ডাক বাংলোতে প্রবেশ করে। এক পর্যায়ে অস্ত্রের মুখে ব্যবস্থাপক পরিবার সদস্যদের বেদম প্রহার ও বেঁেধ রেখে প্রাইভেট কারসহ মালামাল নিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে পালিয়ে যায়। চলতি বছরের সেপ্টেম্বর ও অক্টোবর মাসে সদর থানা সংলগ্ন খোদ হবিগঞ্জ শহরেই বেশ কয়েকজন প্রবাসীর বাসভবনসহ সিরিজ ডাকাতির ঘটনায় সাধারন মানুষ উৎকণ্ঠায় রয়েছেন। বিদ্যুতস্পৃষ্টে কৃষকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১১ অক্টোবর ॥ সালথায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা গেছে কাওসার ফকির (৪৫) নামে এক কৃষক। মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী গ্রামে এ ঘটনা ঘটে। কাওসার ফকির কাগদী গ্রামের মৃত মালেক ফকিরের ছেলে। এলাকাবাসী জানায়, কাওসার ফকির বাড়ির পাশের বাঁশ ঝাড় থেকে বাঁশ কাটছিলেন। হঠাৎ একটি কাটা বাঁশ পাশের বিদ্যুত তারে লেগে ছিঁড়ে পড়লে বিদ্যুতস্পৃষ্ট হয়ে তিনি মারাত্মকভাবে আহত হন। তাকে দ্রুত নসিমনে করে পাশের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ইয়াবাসহ আটক তিন নিজস্ব সংবাদদাতা, রংপুর, ১১ অক্টোবর ॥ রংপুরে মাদক বিক্রেতা এসএম কামরুজ্জামান মুন্নুসহ তিন জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার গভীর রাতে শহরের গ্রান্ড হোটেল মোড়স্থ মুন্নুর ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘এপি’ স্টুডিও থেকে তাদের আটক করা হয়। পরে স্টুডিও ও মুন্নুর বাড়িতে তল্লাশী চালিয়ে ২৫৫ ইয়াবা উদ্ধার করে পুলিশ। মুন্নু নগরীর নিউ সেনপাড়া এলাকার খায়রুল আলমের ছেলে। অন্যরা হলেন- সদর উপজেলার লাহিড়ীর হাট উকিলপাড়া গ্রামের মোকলেছুর রহমানের ছেলে সাদ্দাম হোসেন ও শহরের পূর্ব শালবন এলাকার আব্দুল হামিদের ছেলে আরাফাত খান মিলন। যশোরে ডিলারকে জরিমানা স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ মণিরামপুরে দশ টাকা কেজি দরের চাল বিক্রিতে ওজনে কম দেয়ায় শহিদুল ইসলাম শাহিন নামে এক ডিলারকে দশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া যাদের তিনি কম চাল দিয়েছেন তাদের প্রাপ্য চাল দিয়ে দেয়ার জন্যও নির্দেশ দেয়া হয়েছে। দ-প্রাপ্ত ডিলার শাহীন মণিরামপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম আদালত পরিচালনা করে ওই ডিলারকে জরিমানা করেন। আদালত সূত্র জানায়, উপজেলার জালঝাড়া মোলাম মিয়ার বটতলা এলাকার ডিলার শাহিন সরকারের ১০ টাকা কেজি দরের চাল দেয়ার ক্ষেত্রে কার্ডপ্রতি ৪-৫ কেজি করে চাল কম দিচ্ছিলেন বলে আদালত অভিযোগ পায়। চোলাই মদসহ পিতা-পুত্র গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, সাভার, ১১ অক্টোবর ॥ সাভারের দেওগাঁও এলাকা থেকে ৫শ’ লিটার চোলাই মদসহ দুজনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশের একটি টিম। সোমবার গভীর রাতে মদ তৈরি ও বিক্রিকালে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়। গ্রেফতাররা হলো- তপন ডি কস্তা ও তার পুত্র হারী ডি কস্তা। পুলিশ জানায়, এদের বিরুদ্ধে থানায় ডজনখানেক মামলা রয়েছে। এক দশকে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার হাতে অন্তত ২০ বার তারা আটক হয়েছিল। ভুল চিকিৎসায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ১১ অক্টোবর ॥ রায়পুর শহরে মা ও শিশু হাসপাতাল নামে একটি প্রাইভেট ক্লিনিকে মোঃ সিয়াম (১২) নামে ষষ্ঠ শ্রেণীর এক মাদ্রাসাছাত্রের ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে দুই চিকিৎসক পলাতক রয়েছেন। আটক করা হয়েছে হাসপাতালের পরিচালক শহিদুল ইসলাম রানাকে। সোমবার রাত ৮টার দিকে ওই হাসপাতালে অপারেশন করার সময় সিয়ামের মৃত্যু হয়। সিয়াম রায়পুরের পৌর মধুপুর গ্রামের প্রবাসী আমির হোসেনের ছেলে ও সোনাপুর দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্র। পলাতক চিকিৎসকরা হলেন- রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ আবদুল রশিদ ও ঢাকা থেকে আগত ডাঃ রহুল আমিন। নিহত শিশু সিয়ামের মা পারভিন বেগম বলেন, দুপুরে ছেলের পেটে ব্যথা হলে হাসপাতালে আনেন। রাতে এ্যাপেন্ডিসাইটিস হয়েছে বলে তার ছেলেকে অপারেশন করা হয়।
×