ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঢাবিতে ভর্তির সুযোগ

দুই ছাত্রের দায়িত্ব নিল শেরপুর জেলা প্রশাসন

প্রকাশিত: ০৬:২১, ১২ অক্টোবর ২০১৬

দুই ছাত্রের দায়িত্ব নিল শেরপুর জেলা প্রশাসন

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১১ অক্টোবর ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া শেরপুরের নালিতাবাড়ীর হতদরিদ্র দুই মেধাবী শিক্ষার্থী রাসেল মিয়া ও শ্যামল পারভেজের পড়াশোনার খরচ বহনের দায়িত্ব নিয়েছে স্থানীয় জেলা প্রশাসন। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের ডাক বাংলোয় রাসেল ও শ্যামলের হাতে প্রাথমিক পর্যায়ে পাঁচ হাজার করে টাকা তুলে দিয়ে তাদের পড়াশোনার ব্যয় ভারসহ পরিবারের চলার মতো সার্বিক সহায়তার ঘোষণা দেন জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিম। ঘোষণা অনুযায়ী উপজেলা প্রশাসনের তরফ থেকে দু’জনই প্রতিমাসে পড়াশোনার খরচ বাবদ আর্থিক সহায়তার পাশাপাশি উভয়ের পরিবারকেই দেয়া হবে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় ভিজিডি-ভিজিএফসহ ১০ টাকা কেজি হারে চাল বিতরণ কার্ড। ওই সময় নালিতাবাড়ীর উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান, এনডিসি মাহমুদুর রহমান মামুন ও শেরপুর প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধারসহ স্থানীয় কয়েকজন সাংবাদিক উপস্থিত ছিলেন। এরপর প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধারের তরফ থেকে উভয় শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হয় দুই হাজার করে টাকা। জানা যায়, নালিতাবাড়ী উপজেলার পশ্চিম শমশ্চুড়া গ্রামের দিনমজুর ইজ্জত আলীর ছেলে রাসেল মিয়া। নানা প্রতিকূলতা সত্ত্বেও রাসেল ২০১৪ সালে এসএসসি পরীক্ষায় শমশ্চুড়া উচ্চবিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পায়। পরে ময়মনসিংহের ভাল্লুকায় একটি পোশাক কারখানায় কাজ নেয়। কিছুদিন পর শ্রীবরদী উপজেলার সেনাবাহিনীর সদস্য মোঃ শাহিন মিয়ার আর্থিক সহায়তায় ভর্তি হয় শেরপুর সরকারী কলেজে। সেখান থেকে এ বছর সে জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাস করেছে। রাসেল ২০১৬-১৭ সেশনে ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটে ৭১৭তম স্থান লাভ করেছে। একই উপজেলার দাওধারা গ্রামের চা বিক্রেতা হাফিজ উদ্দিনের ছেলে শ্যামল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মানবিক বিভাগে (খ ইউনিট) ৭২৮তম স্থান লাভ করেছে সে। সে পলাশিকুড়া উচ্চবিদ্যালয় থেকে ২০১৪ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পায়। এবার এইচএসসি পরীক্ষায় হাজি নুরুল হক নন্নী পোড়াগাঁও মৈত্রী কলেজ থেকে পেয়েছে জিপিএ ৪ দশমিক ৯২। কিন্তু আর্থিক অনটনের কারণে দু’জনেরই ভর্তি নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হলে বিষয়টি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয়। এরপরই সহায়তার হাত বাড়ান জেলা প্রশাসক। কলেজছাত্রী উদ্ধার স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ শহরের কালীবাড়ি কবরখানা টিক্কাপাড়া বাইলেন এলাকা থেকে অপহরণের ১৮ ঘণ্টা পর পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার দুপুরে সংখ্যালঘু পরিবারের এক কলেজছাত্রীকে হাত-পা বাঁধা ও মুখে স্কচটেপ লাগানো অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছে। শহরের মহারাজা রোডের নাসিম আহমদের বাসা থেকে কলেজছাত্রীকে উদ্ধার করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতা স্টাফ বিপোর্টার, নীলফামারী ॥ জলঢাকায় মঙ্গলবার দুপুরে বিজয়া দশমীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। কেন্দ্রীয় মন্দিরের আয়োজনে মন্দির প্রাঙ্গণে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পৌর মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী। মন্দির কমিটির সদস্য রতন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্যে রাখেন- প্রভাষক হেরম্ব রায়, পুরোহিত ভগীরথ রায়, প্রদীপ বিশ্বাস, সুরেশ চন্দ্র রায়, প্রকাশ চন্দ্র রায়, উৎপল ভট্টাচার্য, তুলিপ চন্দ্র রায়, কেন্দ্রীয় শ্মশানের সভাপতি বিমল রায় প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক অবিনাশ রায় ও শীপেন চন্দ্র সেন। প্রভাষকের নামে কার্ড নিজস্ব সংবাদদাতা ঠাকুরগাঁও, ১১ অক্টোবর ॥ রানীশংকৈল উপজেলায় হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজি দরে চাল বিক্রির তালিকায় আওয়ামী লীগ নেতা প্রভাষক সফিকুল আলমের নাম থাকায় এলাকায় আলোচনার ঝড় উঠেছে। জানা যায়, উপজেলার নন্দুয়ার ইউনিয়নে বিধিমোতাবেক হতদরিদ্রের তালিকা প্রস্তুত করার কমিটি রয়েছে। এ কমিটি এক হাজার ৪২০ জনের নামের তালিকা প্রস্তুত করেছে। ওই কমিটির সদস্য ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য ইয়াসিন আলী ১০ টাকা কেজি দরে চাল বিক্রির তালিকায় আওয়ামী লীগ নেতা প্রভাষক সফিকুল আলমকে অন্তর্ভুক্ত করেছেন।
×