ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সম্মুখযুদ্ধে অংশ নিয়েও মুক্তিযোদ্ধা হতে পারেননি

প্রকাশিত: ০৬:২০, ১২ অক্টোবর ২০১৬

সম্মুখযুদ্ধে অংশ নিয়েও মুক্তিযোদ্ধা হতে পারেননি

রাজুমোস্তাফিজ, কুড়িগ্রাম থেকে ॥ জীবন বাজি রেখে একাত্তরে পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েন টগবগে তরুণ সফিয়ার রহমান। সদরের ঘোগাদহ ইউনিয়নের মরাটারী গ্রামের সফিয়ার রহমানের বয়স এখন ৬৫। যুদ্ধ শেষে নিজের জীবন-জীবিকার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন সফিয়ার। দুর্গম চরাঞ্চলে বাড়ি হওয়ায় আর খোঁজ রাখেননি। ফলে প্রকৃত মুক্তিযোদ্ধা হওয়ার পরও তালিকায় নাম উঠেনি। জীবনের পরন্ত বিকেলে এসে তার শেষ চাওয়া ‘মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি।’ সফিয়ার রহমানের অভিযোগ, দেশ স্বাধীনের ৪৬ বছর পেরিয়ে গেছে আজও স্বীকৃতি পাননি। এখনও তালিকাভুক্ত হতে পারেননি তিনি। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে দীর্ঘদিন ধরে ঘোরাঘুরি করে ফিরতে হয়ছে খালি হাতে। ঘোগাদহ ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুল কাদের ও সদর উপজেলা কমান্ডার বাতেন তদন্ত করে প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে সুপারিশ করেছেন। সফিয়ার জানান, যুদ্ধের শুরুর দিকে ভারতের ঝাউকুঠিতে ‘বাংলাদেশ ইয়ূথ রিসিপশন ক্যাম্পে’ প্রাইমারি ট্রেনিং গ্রহণ করেন। তার কাছে তৎকালীন এম এন এ সামছুল হুদা স্বাক্ষরিত উক্ত ক্যাম্পের প্রাইমারি ট্রেনিংয়ের সার্টিফিকেট রয়েছে। তিনি ৬ নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধা ছিলেন। অনলাইনে আবেদনের সুযোগ দিলেও দুর্গম এলাকায় বাড়ি এবং অসুস্থতার কারণে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারেননি তিনি। গত বছর ৩০ জুন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় বরাবর লিখিত আবেদন করেন সফিয়ার রহমান। মন্ত্রণালয় আবেদনটি গ্রহণ করে যার ডিজি নম্বর ২২২০৯। কিন্তু বছর পার হলেও এ ব্যাপারে কোন অগ্রগতি না হওয়ায় তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েন। বর্তমানে তিনি স্ত্রী, ৫ ছেলে ও দুই মেয়ে নিয়ে দারিদ্র্যতার মধ্য দিয়ে জীবনযাপন করছেন। শিমুলিয়ায় ট্রাকের দীর্ঘ লাইন ফেরি চলাচলে বিঘ্ন স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ নাব্য সঙ্কট নিরসন হচ্ছে না শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথের পদ্মার লৌহজং টার্নিং পয়েন্টে। ফেরি চলাচল ব্যাহত হওয়ায় মুন্সীগঞ্জের শিমুলিয়াঘাটে মঙ্গলবার থেকে গাড়ির দীর্ঘ সারি দেখা দেয়। অপরদিকে মহরম ও পূজার ছুটি থাকায় ওই নৌপথে যানবাহনের চাপও বেড়ে গেছে। ধীর গতিতে ফেরি চলাচল ও স্বল্পসংখ্যক যানবাহন নিয়ে ফেরিগুলো নৌপথ পাড়ি দেয়ায় ঘাট এলাকায় এ যানবাহনের দীর্ঘজট লেগে আছে। তবে আজ সকাল থেকে শিমুলিয়াঘাট এলাকায় ব্যক্তিগত ও ছোট গাড়ির সংখ্যা বেশি। শিমুলিয়াঘাটে ৭ শতাধিক গাড়ি পারাপারের আপেক্ষায় রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির চাপও বাড়ছে। বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) শাহ খালেদ নেওয়াজ জানান, নাব্য সঙ্কটের কবলে পড়ে লৌহজং টার্নিং পয়েন্ট থেকে দুই কিলোমিটার পর্যন্ত ওয়ান ওয়ে হয়ে গেছে। ঘাট থেকে ফেরি ছেড়ে আসার পর টার্নিং পয়েন্টের কাছে এসে অপেক্ষা করতে হচ্ছে ফেরিগুলোকে। একটি ফেরি ওই চ্যানেল অতিক্রম করার পর আরেকটি যেতে পারে। মহরম ও পূজার ৫ দিনের ছুটিতে ঘাট এলাকায় অতিরিক্ত যানবাহনের সংখ্যা বেড়ে গেছে।
×